তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ম্যাসাচুসেটস। ভারী তুষারপাতে ঢাকা পড়েছে সড়ক। দুর্ঘটনার কবলে পড়েছে বেশ কিছু যানবাহন। ওহিও, পেনসিলভেনিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে আরও তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
রোববারের তুষারঝড়ে এখনো বিদুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ফ্লোরিডা, ভার্জিনিয়া ও কেন্টাকি রাজ্যের বিভিন্ন এলাকা।
সকাল হোক বা দুপুর, বাইরের পরিস্থিতি দেখে সময় বোঝার উপায় নেই। গাড়ির হেড লাইট ও ব্যাক লাইট জ্বালিয়ে ঠিক করা হচ্ছে দিক নির্দেশনা। কাঁচের ওপর ওয়াইপারের অনবরত আসা যাওয়া জানান দিচ্ছে বৈরী আবহাওয়ার তীব্রতা।
সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অংশের কয়েকটি রাজ্য প্রবল তুষার ঝড়ের কবলে পড়ে। এতে ওই অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উপড়ে গেছে বেশ কিছু গাছপালাও। প্রবল তুষারে ঢেকে আছে রাস্তাঘাট। বরফ পরিষ্কারে অনবরত কাজ করে যাচ্ছে কয়েকশো কর্মী।
এদিকে, ওহিও এবং পেনসিলভেনিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে এক ফুট পর্যন্ত তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া, ব্রুকলিন এবং কুইন্সের ওপর দিয়ে প্রবল তুষারঝড় বয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে, গেল রোববারের তুষারঝড়ে জর্জিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা এবং সাউথ ক্যারোলাইনার দশ হাজারের বেশি বাসিন্দা এখনো বিদুৎ বিচ্ছিন্ন রয়েছেন। এরইমধ্যে বেশ কিছু যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসব বিচ্ছিন্ন দুর্ঘটনার কারণে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়