তৈমুর গডফাদার শামীম ওসমানের প্রার্থী: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে সাংসদ শামীম ওসমানের প্রার্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় সাংসদ। তাঁর বড় ভাই সেলিম ওসমান নারায়ণগঞ্জ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির (জাপা) সাংসদ।

গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের বন্দরের লক্ষ্মণখোলা এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রচার-প্রচারণায় অংশ নেন জাপা–দলীয় চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তাঁরা সবাই সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। আইভীর গণসংযোগকালে আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠনসহ মুক্তিযোদ্ধারা অংশ নেন।

আইভী সাংবাদিকদের বলেন, ‘তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। উনি বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী না; তিনি ওসমান পরিবারের প্রার্থী।’ আইভী আরও বলেন, ‘গতকালের প্রচারণায় আপনারা দেখেছেন, সেখানে সাংসদ সেলিম ওসমানের অনুসারী চার ইউপি চেয়ারম্যান তাঁর সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয়, সারা নারায়ণগঞ্জে কয়েক দিন ধরে যে গুঞ্জন ছিল—তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের প্রার্থী—সেটি প্রমাণিত হয়েছে।’

এ ঘটনায় দলে বিভেদ স্পষ্ট হলো কি না, তা জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সেটি জানি না। তবে তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই আমার সঙ্গে আছেন। প্রতিটি ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন। একমাত্র তাঁদের (শামীম ও সেলিম) লোকজনই তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করছেন।’

দলের হাইকমান্ডকে বিষয়টি জানাবেন কি না, তা জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘হাইকমান্ড সব দেখেছেন, তাঁরা বিষয়টি দেখছেন। আমি নির্বাচন করি জনতার শক্তি নিয়ে। জনতাই আমার শক্তি। দল আমার মনোবল। সবকিছু মিলিয়ে আমি নির্বাচন করি। আমি কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না।’

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আইভী বিগত দিনে নারায়ণগঞ্জে প্রভাবশালী ওসমান পরিবারের নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাসহ অনেক হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি জোরালো প্রতিবাদ করেছেন।
এই বিভাগের আরও খবর
আগে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে: ড. তোফায়েল আহমেদ

আগে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে: ড. তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া