আইপিএলের নিলামের আগে টেস্ট থেকে ছয় মাসের বিরতি চেয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে চিঠি দিয়েছিলেন সাকিব আল হাসান। আর্জির আংশিক অনুমোদন করেছিলেন বোর্ড সভাপতি। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে ছুটি দিয়েছিলেন তিনি। আইপিএলে দল না পাওয়ায় সেখানেও খেলতে হবে বাঁহাতি এ অলরাউন্ডারকে।
সোমবার চট্টগ্রামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব একটা চিঠি দিয়েছিল, টেস্ট থেকে ছয় মাস রেস্ট চেয়ে। আমি দেখলাম আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারবে না। আমি বললাম, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে, সে সঙ্গে সঙ্গে রাজি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এটা নিয়ে কোনো ইস্যু ছিল না। যেহেতু আইপিএল খেলছে না, সেহেতু দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলার কোনো কারণ দেখি না। ওর সঙ্গে এ নিয়ে দূর থেকে একটু কথা হয়েছে। আমি ওকে বলেছি, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে আসার পর তোমার সঙ্গে বসব। ও একটু হেসে বলল, আপনি যা বলেন। সুতরাং ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে।’
আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ শেষ হওয়ার তিন দিন পরই আফ্রিকার বিমান ধরতে হবে টাইগারদের। ওয়ানডে এবং টেস্ট সিরিজ মিলে এক মাসের বেশি সময় থাকতে হবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপ সুপার লিগের সিরিজ মাথায় রেখে এবারের সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি। সিরিজ শুরুর আগে গ্যারি কারস্টেনের টিপসও নিচ্ছে তারা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়