দক্ষিণ আফ্রিকায় তামিমদের ঐতিহাসিক সিরিজ জয়

কাগিসো রাবাদার বলকে পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠালেন সাকিব আল হাসান। এ বাউন্ডারিটি সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশের ড্রেসিংরুম আর গ্যালারিকে উন্মাতাল করে দিল, নিঃসন্দেহে তা ঢেউ তোলে বাংলাদেশেও। জয়সূচক এ রানেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ।

প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল তামিম ইকবাল বাহিনী। গতকাল সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচে  স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। ২০ বছরের চেষ্টায় এ প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল বাংলাদেশ।

তাসকিন আহমেদ ও সাকিবের অনবদ্য বোলিং পারফরম্যান্সে ভর করে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৪ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর তামিম ইকবাল ও লিটন দাসের নিখুঁত ব্যাটিং ১৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই বাংলাদেশকে এনে দেয় সহজ এক জয়। ওপেনিং জুটিতে দুজন ১২৫ বলে ১২৭ রান তুলে দিলে জয় নিয়ে আর ভাবতে হয় না অতিথিদের। লিটন ৫৭ বলে ৪৮ রান করে কেশব মহারাজের শিকার হন। কিন্তু ততক্ষণে জয় থেকে মাত্র ২৮ রান দূরে। বাকি রানগুলো সাকিবকে নিয়ে তুলে নেন তামিম। বাংলাদেশ দলনায়ক ৮২ বলে ৮৭ ও সাকিব ২০ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন। 

এর আগে তাসকিন আগুনে পুড়েছে প্রোটিয়ারা। ৩৫ রানে ৫ উইকেট শিকার করেন এই ডানহাতি ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো বাংলাদেশী বোলার এ প্রথম ৫ উইকেট নেয়ার গৌরব অর্জন করলেন। প্রায় আট বছর পর ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন তাসকিন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অভিষেক ওয়ানডেতে নিয়েছিলেন ৫ উইকেট। এবার নিলেন দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে। এর মাধ্যমে বিদেশে বাংলাদেশের চতুর্থ পেসার হিসেবে ৫ উইকেট নিলেন তাসকিন। তার অনবদ্য এ বোলিং পারফরম্যান্সে ভর করেই প্রোটিয়াদের অল্প রানে আটকে দিতে সমর্থ হয় বাংলাদেশ, তাতে ভর করে আসে ঐতিহাসিক সিরিজ জয়ও।

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার। আগের সর্বনিম্ন সংগ্রহ ছিল ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে করা ১৬২।

টস হেরে বোলিং পেয়ে হতাশ হন বাংলাদেশ দলনায়ক তামিম। যদিও বোলাররা একটু পরই তার মুখে হাসি ফুটিয়েছেন। মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম খুব একটা সুবিধা করতে পারছিলেন না বলে পঞ্চম ওভারে মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন তামিম। সেই মিরাজই এনে দেন প্রথম ব্রেক থ্রু। সপ্তম ওভারে তিনি বিদায় করেন কুইন্টন ডি কককে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সফরকারী দলকে। ওপেনিং জুটির ৪৬ রানের পর আর ৪০ রানের মধ্যে স্বাগতিকদের নেই আরো চার উইকেট।

মিরাজের স্পিনে ডেডলক ভাঙার পর গতির ঝড় তুলে প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার বিধ্বস্ত করেন তাসকিন। কাইল ভেরেইন ও অনবদ্য খেলতে থাকা ইয়ান্নেমান মালানকে তিনি সাজঘরে ফেরান পরপর দুই ওভারে। এ সময় নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। ১৬তম ওভারে সাকিবের ঘূর্ণিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্বাগতিক দলনায়ক তেম্বা বাভুমা। ডেঞ্জারম্যান রাসি ফন ডার ডুসেনকে এদিন দাঁড়াতেই দিলেন না শরিফুল। ব্যক্তিগত মাত্র চার রানে মিরাজকে ক্যাচ তুলে দিয়ে তিনি ফেরেন সাজঘরে।

এরপর ১৯ রানের ব্যবধানে ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে শিকার করে ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট পূর্ণ করেন তাসকিন। শেষ দিকে স্পিনার কেশব মহারাজের ২৮ রানে ভর করে ১৫০ ছাড়ায় প্রোটিয়াদের সংগ্রহ। ৩৭তম ওভারের শেষ বলে রানআউটের শিকার হন মহারাজ। তার আগে লুঙ্গি এনগিডিকে ফেরান সাকিব। লুঙ্গি ১৪ বল খেলে কোনো রানই করতে পারেননি!

তাসকিনের খুনে বোলিং ছাড়াও এদিন ঘূর্ণিতে প্রোটিয়াদের নাকাল করেন সাকিব, তিনি ৯ ওভারে ২৪ রানের খরচায় নেন দুটি উইকেট। শরিফুল ও মিরাজের শিকার একটি করে। বোলারদের অবিস্মরণীয় এ প্রচেষ্টা জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশকে, যার ওপর দাঁড়িয়ে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে দলকে জেতালেন তামিম ও লিটন।

জয় শেষে বোলারদের কৃতিত্ব দিতে ভুললেন না তামিম। তাসকিনের ৫ উইকেট শিকার এবং ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার গ্রহণ নিয়ে তিনি বলেন, আমি খুবই গর্বিত মানুষ, বিশেষ করে কোনো বাংলাদেশী ৫ উইকেট নিয়ে আমাদের জন্য সিরিজ জিতল আর সিরিজসেরাও হলো। বর্তমান ও সাবেক কোচদের কৃতিত্ব দেব। এটা বিরাট অর্জন।
এই বিভাগের আরও খবর
টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

কালের কণ্ঠ
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া