সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শনিবার চট্টগ্রামে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
নগরের জিইসি কনভেনশন সেন্টারে সকাল থেকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ সদস্য মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন বলেন, ‘উত্তর জেলার মধ্যে আমরা অনেক সংসদ সদস্য পাই। কিন্তু দক্ষিণে আগে সেভাবে আসন পেতাম না। এখন পেয়েছি। যদি এখনই সংগঠনকে শক্তিশালী না করি, তাহলে আবার সংকটে পরতে হবে। তাই দুই মাসের মধ্যে তৃণমূল ও জেলার সম্মেলন শেষ করে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারণে দলের মধ্যে কিছু সুবিধাবাদী অনুপ্রবেশ করেছেন। যাঁরা ১৩ বছর ধরে দল করছেন, তাঁরা আওয়ামী লীগের দুঃসময় দেখেননি। তাঁদের ভাবতে হবে, কীভাবে সামনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, ‘জুলাইয়ের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করতে হবে। আগস্ট শোকের মাস।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা জেলা সম্মেলন করব।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই না প্রবীণ নেতা মোছলেম উদ্দিন আহমেদ ব্যর্থ হয়ে জেলা সম্মেলন করুক আগে। সবার আগে তৃণমূলের সম্মেলন করতে হবে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়