দল বিবেচনায় নয়, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে: কাদের

হেফাজতের তাণ্ডবের ঘটনায় কোনও দল বা আলেম-ওলামা বিবেচনায় কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা এ তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, ভিডিও দেখে তাদের গ্রেফতার করা হচ্ছে।’ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তার সরকারি বাসভবন থেকে তিনি এ সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের অভিযোগ তুলে বলেন, ‘বিএনপি মহাসচিবের গত কয়েকদিনের কথাবার্তা শুনলে মনে হয়, হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডবলীলার তারা শুধু পৃষ্ঠপোষকই নন, বরং সহিংস ঘটনায় তারা জড়িত ছিলেন।’

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ওই হামলার ঘটনায় যারা সরাসরি জড়িত ছিল ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হচ্ছে। এখানে কোনও আলেম-ওলামার বিষয় নয়। বিএনপি নামক কোনও দল নয়। কোনও দল দেখে, আলেম-ওলামা দেখে কাউকে গ্রেফতার করা হয়নি। যারা এই তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, সরকারি-বেসরকারি সম্পত্তি এবং বাড়িঘরে যারা হামলা চালিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে সন্ত্রাস করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে।’

বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘হেফাজতের ইস্যুতে মির্জা ফখরুল নিজেদের আড়াল করার জন্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যাচ্ছেন। তাদের কথাবার্তায় মনে হয়, “ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।” হেফাজতের ওই তাণ্ডবে আপনারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এটা সবাই জানে।’

বিএনপি নেতারা বলছেন সরকার নাকি গণবিচ্ছন্ন, এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গত তেরো বছর যাবৎ ধারাবাহিক ব্যর্থতার গ্লানিবোধ থেকে বিএনপি এসব কথা বলে বলেই আমাদের মনে হয়। তারা নির্বাচনে এবং আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যখ্যাত।’

বিএনপি এক যুগের বেশি সময় ধরেই আন্দোলনের হাঁক-ডাক দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু আন্দোলনেই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপনির্বাচনে  তাদের নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে সরকার নয় বিএনপিই জনবিচ্ছিন্ন। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত।’

সরকার এবং আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই– বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার এ সময়ে রাজনৈতিক বিরূপ মন্তব্য করতে চাই না। পারস্পরিক দোষারোপ করা কারোরই সমীচীন নয়। কিন্তু নিত্যদিন বিএনপির মিথ্যাচার ও অন্ধ সমালোচনার জবাব তো সরকারপক্ষকে দিতে হবে। আওয়ামী লীগকে দিতে হবে। জন্মলগ্ন থেকে যে দল অগণতান্ত্রিক পথরেখা ধরে হেঁটেছে। তারা আজ গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। ছবক দিচ্ছে দেশ ও জাতিকে।’

বিএনপির গণতন্ত্র হচ্ছে, ভোটের বাক্সবিহীন হ্যাঁ-না ভোট আর রাতের বেলায় কারফিউ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণতন্ত্র মানে ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা, ঢাকা -১০ আসনের উপনির্বাচন আর এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটারের প্রস্তুতি।’
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া