মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মাতা মোরশেদুল ইসলাম ২০১১ সালে নির্মাণ করেছিলেন বিখ্যাত ছবি ‘আমার বন্ধু রাশেদ’। সেই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জাওয়াতা আফনান চৌধুরী। তবে নিজের নাম ছাপিয়ে পরিচিতি পেয়েছিলেন রাশেদ নামেই। তাঁর অভিনয় নৈপুণ্য দিয়েই ওই সময় থেকে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
তবে তারপর আর খুব বেশি অভিনয়ে দেখা যায়নি তাঁকে। নতুন খবর হলো ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমা দিয়ে পরিচিতি পাওয়া আফনান চৌধুরী সম্প্রতি বিয়ে করেছেন। গেল ২৩ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বিয়ের খবর জানিয়ে আফনান চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে গত ২৩ ডিসেম্বর।
আমার স্ত্রীর নাম ফারিয়ান নুসরাত মুমু। সে একটি বেসরকারি সংস্থায় কাজ করে।’ দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করেছেন বলে জানান তিনি। আফনান বলেন, ‘আমাদের প্রেমের বয়স ১০ বছর।
২০১৩ সাল কলেজজীবন থেকেই মুমুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেটার সফল পরিণতি আমাদের বিয়ে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার পর বেশ কিছু টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। সেটাও ২০১৪ সালের দিকে।
তারপর আর পর্দায় দেখা যায়নি আফনানকে। পড়াশোনা শেষ করে বর্তমানে এই অভিনেতা নিজের একটি প্রডাকশন হাউস নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আফনান বলেন, ‘আমার একটি প্রডাকশন হাউস আছে। সেখান থেকে আমরা বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যচিত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যচিত্র, বিজ্ঞাপন, অডিও ভিজ্যুয়াল নিয়ে কাজ করি। সিনেমাটির পর বিজ্ঞাপন, টুকটাক টেলিফিল্মে কাজ করেছি। সেটাও ২০১৪ সালের দিকে। তারপর আর তেমন কাজ করা হয়নি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়