দারুণ জয়ে শীর্ষস্থান মজবুত করলো রিয়াল মাদ্রিদ

লা লিগার ম্যাচে দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে মুখোমুখি হয়ে ৩-০ গোলের দারুণ জয় পায় তারা। ফলে নিজেদের শীর্ষস্থান মজবুত হলো তাদের।

এলচের মাঠে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে জিতেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ফেদে ভালভার্দে। ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্কো আসেনসিও। জোড়া অ্যাসিস্ট করেন রদ্রিগো।

দু’বার হতাশায় পোড়ার পর গোলের দেখা পেলেন করিম বেনজামা। দু’অর্ধ মিলিয়ে তিনটি গোল হতে গিয়েও হলো না রিয়াল মাদ্রিদের। বার বার তাদের উদযাপন থেমে গেল ভিএআর-এ। তবুও দাপুটে ফুটবল খেলে শেষ পর্যন্ত বড় জয় পেলো কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান দু’দিন আগে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। তবে ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে সে যাত্রায় থেমে যায় তাদের উল্লাস।

পাঁচ মিনিট পরেই অবশ্য এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের শটে বল প্রতিপক্ষের একজনের গায়ে লেগে চলে যায় বক্সের বাইরে ভালভার্দের কাছে। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়েই জোরাল শটে এলচের জালে বল পাঠান উরুগুয়ের এই মিডফিল্ডার।

আগের ম্যাচে এল ক্লাসিকোতে গোল পাওয়া এই মিডফিল্ডার টানা দু'ম্যাচ গোলের দেখা পেলেন। এই নিয়ে মৌসুমে লিগে তার গোল সংখ্যা হলো পাঁচ।

পাসিং ফুটবলে শাণানো দারুণ এক আক্রমণে ২৬ মিনিটে বেনজেমার সাথে ওয়ান-টু খেলে এলচের জালে বল জড়ান ডেভিড আলাবা। তবে ভিএআর-এর সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে এবারো গোল বঞ্চিত হতে হয় রিয়ালকে।

মিনিট তিনেক পর উল্টো গোল খেতে বসেছিল রিয়াল। তবে পাল্টা আক্রমণে নিকোলাস ফার্নান্দেজের দূরের পোস্টে নেয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান রিয়াল মাদ্রিদের ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রি লুনিন। ভিএআর-এ দু’টি গোল বাতিল হওয়াতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বেনজেমার বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক এদগার বাদিয়া।

৬০ মিনিটে আবারো জালে বল পাঠান বেনজেমা। আবারো ভিএআরে ধরা পড়ে অফসাইড। ম্যাচে তৃতীবারের মতো গোল বাতিল হয় রিয়ালের।

অবশেষে ৭৫ মিনিটে গিয়ে গোলের আনন্দে ডানা মেলেন করিম বেনজেমা। ডি-বক্সে বল বাড়িয়ে আরেকটু ডান দিকে এগিয়ে যান তিনি। প্রথম ছোঁয়ায় কাটব্যাক করেন রদ্রিগো। এরপর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা।

পাঁচ ম্যাচের গোল করা ক্লাসিকো দিয়ে কাটানো বেনজেমা টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন। গত মৌসুমের পিচিচি ট্রফি জয়ী স্ট্রাইকারের এবারের লিগে গোল হলো পাঁচটি। শীর্ষে থাকা রবার্ট লেভানডফস্কির গোল নয়টি।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া