ইংলিশ প্রিমিয়ার লিগে দুই গোলে পিছিয়ে পড়েও এডিনসন কাভানির জোড়া গোলে সাউদাম্পটনকে ২-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে প্রতিপক্ষের মাঠে টানা চার ম্যাচ পিছিয়ে পড়েও জয়ের কৃতিত্ব গড়েছে ম্যানইউ।
এছাড়াও সাউদাম্পটের বিপক্ষে দশমবাররে মতো পিছিয়ে পড়েও জয় পেয়েছে রেড ডেভিলসরা।
রবিবার সেন্ট মেরিস স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়েই বল দখলে সমান আধিপত্য দেখায় দু’দলই। ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। কর্নার থেকে পাওয়া বল হেড দিয়ে গোল করেন স্বাগতিক দলের ডিফেন্ডার ইয়ান বেডনারেক। ২৭তম মিনিটে কাইল ওয়াকার-পিটার্সের শট ম্যানইউর ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে ফিরে আসে।
৩২তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ম্যানইউ। গ্রিনউডের জোরালো শট ফিরিয়ে দেন সাউদাম্পটনের গোলরক্ষক অ্যালেক্স ম্যাকার্থি। ফিরতি বলে ফের্নান্দেসের নেওয়া শটও তিনি ফিরিয়ে দেন। ৩৩তম মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেন ইংলিশ মিডফিল্ডার জেমস ওয়ার্ড-প্রাউস। ফ্রি-কিকটি ঠেকাতে গিয়ে পোস্টের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে হেয়া। বিরতির পর তার বদলি হিসেবে নামেন ডিন হেন্ডারসন।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়