দেশে কাঁচা মরিচের দাম বাড়ায় বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ ৯ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যটি আমদানি করা হচ্ছে। গত দুদিনে বন্দর দিয়ে ১৯ ট্রাকে ১১২ টন কাঁচা মরিচ আমদানি প্রতিবেশী দেশটি থেকে এসেছে।
এদিকে, আমদানি অব্যাহত থাকলেও চাহিদাকে কেন্দ্র করে পণ্যটির দাম বেড়েই চলেছে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে গত ৪ আগস্ট ভারত থেকে পণ্যটি আমদানির অনুমতি দেয় সরকার। ফলে আমদানিকারকরা এলসি খুললে গত ৬ আগস্ট থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গত দুদিন ধরে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে কাঁচা মরিচ প্রবেশ অব্যাহত রয়েছে। এতে করে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম নিয়ে যে অস্থির অবস্থা বিরাজ করছিল সেটি স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু এবার ভারতীয় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে আগের তুলনায় কিছুটা সরবরাহ কমের কারণেও ভারতের বাজারে দামের ওপরে প্রভাব পড়েছে। যার কারণে কিছুটা বাড়তি দামে কিনতে হওয়ায় দেশের বাজারেও দাম একটু বাড়ছে। তবে আমদানি অব্যাহত থাকলে দাম খুব একটা বাড়বে না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়