এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছে ২১.৫০ বিলিয়ন ডলার।
সোমবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আইএমএফের শর্ত অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ডে দেশের প্রকৃত রিজার্ভ থেকে ৬.১০ বিলিয়ন ডলার বাদ দিতে হয়। সে হিসাবে বর্তমানে প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছে ২১.৫০ বিলিয়ন ডলার।
প্রতি মাসে ৬ বিলিয়ন ডলার হিসাবে এ রিজার্ভ দিয়ে বাংলাদেশ সাড়ে ৩ মাসের মতো আমদানি ব্যয় মেটাতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, মে ও জুন মাসের বিল বাবদ গত জুলাই মাসে আমদানি দায় ১০৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। একই মাসে আইএমএফের শর্ত অনুযায়ী, আন্তর্জাতিক নিয়মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। তখন দেশে প্রকৃত রিজার্ভ ২ হাজার ৩৫৬ কোটি (২৩.৫৬ বিলিয়ন) ডলারে অবস্থান করছিল।
রিজার্ভ ধরে রাখতে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও বিভিন্ন পণ্যের দাম বেশি থাকায় আমদানি ব্যয় কমানো যায়নি। এছাড়া করোনা পরবর্তী বৈশ্বিক বাণিজ্য আগের অবস্থায় ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে; যা এখনও অব্যাহত আছে। আর এ সংকট দিন দিন বাড়ছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়