দেশে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা

যুক্তরাষ্ট্রের মডার্না ও চীনের সিনোফার্মের ৪৫ লাখ ডোজ   নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা পেয়েছে বাংলাদেশ। গতকাল রাতে ও আজ সকালে দুই দফায় এ টিকা পাওয়ার সম্ভাব্য সময়ের বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ টিকা হাতে পাওয়ার পর পরিকল্পনা অনুযায়ী আবারো গণটিকা কার্যক্রম শুরু করবে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বজুড়ে টিকা সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গড়ে ওঠা আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স বিনা মূল্যে বাংলাদেশকে ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা দেবে। এর মধ্যে গত ৩১ মে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ডোজের কিছু বেশি টিকা দেয়ার পর যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দিয়েছে। গতকাল রাতে ১২ লাখ ডোজ টিকার প্রথম চালান পাঠানোর পর আজ সকালে আরো ১৩ লাখ ডোজ টিকা দেশে পৌঁছার কথা রয়েছে। টিকা গ্রহণ করতে স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এদিকে চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা করোনাভাইরাসের টিকাও গতকাল রাতে ঢাকায় এসেছে। প্রথম দফায় ১১ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় ৯ লাখ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় আসার কথা রয়েছে। বাংলাদেশ সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় বেইজিং থেকে এ টিকা আনা হচ্ছে। এর আগে চীন গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেয়। এরপর জুনে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার পাঠায় দেশটি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, এসব টিকা বাংলাদেশ পাওয়ার পর আবার পূর্ণাঙ্গভাবে টিকাদান কর্মসূচি চালু করবে সরকার।

এর আগে গত মঙ্গলবার দেশে অষ্টম টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের মডার্নার এমআরএনএ-১২৭৩ নামক করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। টিকার নির্দিষ্ট সংখ্যক ডোজ হাতে পাওয়ার পর তা প্রবাসী শিক্ষার্থীসহ অগ্রাধিকারে থাকা ব্যক্তিদের দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মডার্নার টিকা দেশে পৌঁছলে তা হবে বাংলাদেশে আসা করোনা প্রতিরোধী চতুর্থ টিকা। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ও সিনোফার্মের টিকা এসেছে বাংলাদেশে।
এই বিভাগের আরও খবর
আগে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে: ড. তোফায়েল আহমেদ

আগে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে: ড. তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া