দেশে ৩২ দিনের চাহিদার সমপরিমাণ ডিজেল মজুত আছে। এছাড়া আমদানি সূচি আগামী ৬ মাসের জন্য নিশ্চিত করা আছে। তাই দেশে কোনো ধরনের জ্বালানি সংকট নেই। কোনো পেট্রল পাম্প প্রয়োজনের চেয়ে কম দিতে চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জ্বালানি মজুতের তথ্য তুলে ধরেন। বলেন, জ্বালানি আমদানির স্বাভাবিক সূচি ঠিক আছে। এই মুহূর্তে কোনো সঙ্কট নেই। পাম্পে কম তেল বিক্রি করতে কোনো নির্দেশনা দেয়া হয়নি। কেউ যাতে এমনটি না করে।
এ বি এম আজাদ বলেন, দেশে ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ মেট্রিক টন ডিজেল রয়েছে। আগামী ৩০ জুলাই আরও ৩০ হাজার মেট্রিক টন ডিজেল এখানে পৌঁছবে।
আর অকটেন মজুদ আছে ১২ হাজার ২৩৮ মেট্রিক টন। আগামী কয়েক দিন এগুলো আমদানি না করলেও চলবে। তিনি আরও বলেন, পেট্রল আছে ২১ হাজার ৮৮৩ মেট্রিক টন। ইতোমধ্যে ৬ মাসের তেল আমদানি নিশ্চিত করা আছে। দেশে ৪৪ দিনের জেট ফুয়েল। এর পরিমাণ ৬২ হাজার ৮৯১ মেট্রিক টন। আর ৩২ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। যার পরিমাণ ৮৫ হাজার ৪১ মেট্রিক টন।
বিপিসি চেয়ারম্যান বলেন, স্বাভাবিক সময়েও মজুদের পরিমাণ এর চেয়ে খুব বেশি থাকে না। সবমিলিয়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়