দেশকে গণতন্ত্রশূন্য করার ধারাবাহিকতায় সরকার বিরোধীদল শূন্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ব্যর্থতা ঢাকার জন্য উন্নয়নের কথা বলেন। কিন্তু জনগণ জানেন এর আড়ালে তিনি দেশকে গণতন্ত্রশূন্য করছেন। আর গণতন্ত্রশূন্য করতে গিয়েই বিরোধীদল শূন্য করছেন। সেই শূন্যতার ধারাবাহিতায় আজকে তাজমেরী ইসলাম কারাগারে।
রবিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামের গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই মানববন্ধন আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, পতন যখন নিকটে, সে পতন কেউ ঠেকাতে পারবে না। আপনি যত বাঁশ দিয়ে আর লোহার রড দিয়ে সিংহাসনকে যতই ঠেক দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী, আপনার সিংহাসন আর শক্ত থাকবে না। ওটা এখন টলমল করা শুরু করেছে। আপনার সরকারের কফিনে লাস্ট পেরেক আপনি নিজেই মেরেছেন, তাজমেরী ইসলামের মত একজন শিক্ষাবিদকে কারাগারে পাঠিয়ে।
তিনি বলেন, আজকে গোটা বিশ্বব্যাপী ধিক্কার উঠেছে এই সরকারের বিরুদ্ধে। এদের গুম, খুন নিয়ে ফ্যাসিবাদের কারণে দেশের অনেক লোক বলতে সাহস করেনি। কিন্তু কোন কিছু ঢেকে রাখা যায় না, সব আন্তর্জাতিক দৃষ্টিতে ধরা পড়েছে। আপনি কত গুম করেছেন, বিচারবহির্ভূত হত্যা করেছেন সব আস্তে আস্তে গর্তের ভেতর থেকে বের হচ্ছে। আপনি এগুলো আড়াল করতে চান তাজমেরী ইসলামকে কারাগারে পাঠিয়ে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তাজমেরী ইসলামকে মুক্তি দিন, অন্যথায় এইটাই স্ফুলিঙ্গের মত আন্দোলনের এমন দাবানল তৈরি হবে যে প্রধানমন্ত্রী আপনার র্যাব, আপনার পুলিশ যারা আপনাকে পাহারা দেয় কেউ আর আপনাকে পাহারা দিবে না। আপনার পতন অবশ্যই হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়