দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে জনস্রোত

তালেবানরা আফগানিস্তানের দখল নেয়ার পর থেকেই ভিড় বাড়তে থাকে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশত্যাগে মরিয়া মানুষজন ঢুকে পড়ে বিমানবন্দরের টারমাকেও। রানওয়ে পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে।

অবস্থা এতটাই নাজুক হয়ে পড়ে যে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি ছোড়ে বিমানবন্দরটির নিয়ন্ত্রণে থাকা মার্কিন সেনারা। পরে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। যদিও তারা পদদলিত হয়ে নাকি গুলিতে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এদিন দেশ ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরে ভিড় করে। তৈরি হয় চরম বিশৃঙ্খলা। হট্টগোল।

নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে দাঁড়িয়ে থাকা বিমানে উঠতে মরিয়া চেষ্টা চালায় অনেকে। বিমানে ওঠার সিঁড়িতে হুড়োহুড়ি করতে গিয়ে অনেকে ছিটকে নিচে পড়ে যায়। কে আগে উঠবে তা নিয়ে চলে ধাক্কাধাক্কি। কেউ কেউ সিঁড়ির রেলিংয়ে ঝুলেই চেষ্টা করে বিমানে উঠতে।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা বর্ণনা করে বিবিসির সাংবাদিক ইয়ালদা হাকিম লিখেন, এ যেন ভয়ংকর সিনেমার দৃশ্য। টুইটারে জুড়ে দেয়া ভিডিওতে দেখা যায়, একটি উড়োজাহাজ টেক অফ করছে আর তার সঙ্গে দৌড়াচ্ছে চারপাশ ঘিরে রাখা অসংখ্য মানুষ। কেউ কেউ উঠতে ব্যর্থ হয়ে ঝুলেছে বিমানের নিচের অংশে বা বাইরে। উড্ডয়নের পরে অনেকে রানওয়েতে কিংবা মাটিতে ছিটকে পড়ছে, এমন দৃশ্যও ধারণ করেন অনেকে। বিমানের চাকা ধরে দেশ ছাড়ার চেষ্টা করেছে কেউ কেউ। প্লেনের চাকায় পিষ্ট হয়েও বহু মানুষ আহত বা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

ব্যাপক উত্তেজনার মধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দর থেকে সব ধরনের বেসামরিক বিমান চলাচল। আফগান নাগরিকদের বিমানবন্দরে আর না আসার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এখন শুধু বিদেশী নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন দেশ থেকে আসা সামরিক প্লেন চলাচল করবে। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিদেশী নাগরিকদের দেশত্যাগ নিরাপদ ও নির্বিঘ্ন করতে মার্কিন সেনারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। মোতায়েন করা হয়েছে ছয় হাজার মার্কিন সেনা।
এই বিভাগের আরও খবর
গাজায় ইসরাইলি হামলায় আরো ৬৬ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় আরো ৬৬ ফিলিস্তিনি নিহত

নয়া দিগন্ত
সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, পাস হলো বিল

সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, পাস হলো বিল

জনকণ্ঠ
নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নয়া দিগন্ত
যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভোরের কাগজ
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়