টানা দ্বিতীয়বারের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। বিগত দুই দশকে এই প্রথম ফ্রান্সে কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেন। ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী, ম্যাক্রোঁর ঝুলিতে গেছে, ৫৭-৫৮ শতাংশ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী তথা কট্টর ডানপন্থী নেত্রী ম্যারিন লে পেন পান ৪১ দশমিক ৫ শতাংশ ভোট।
৪৪ বছর বয়সি ম্যাক্রোঁ ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। ইউক্রেন যুদ্ধের মধ্যে ফ্রান্সে ইম্যানুয়েল ম্যাক্রোঁর জয় স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করছেন তারা। খবর হিন্দুস্তান টাইমসের।
এদিকে নির্বাচনের প্রচারের সময় লে পেনের ‘পুতিন প্রেমের’ বিষয়টি তুলে ধরেছিলেন ম্যাক্রোঁ। এ আবহে চিন্তিত হয়ে পড়েছিলেন ফ্রান্সে বিনিয়োগকারী সংস্থাগুলি। যদিও এ প্রচারের বিরুদ্ধে লে পেন দাবি করেছিলেন যে তিনি কখনও ‘ফ্রান্সের পরিত্যাগ করবেন না’। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতিতে যে ফরাসি জনগণের মন গলেনি, তা ভোটের ফলাফলেই স্পষ্ট হয়ে উঠেছে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে হেরেও হাল ছাড়তে নারাজ লে পেন। আগামী জুন মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হবে সংসদীয় নির্বাচন। সেই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন পেন।
গত ১০ এপ্রিল ফ্রান্সে প্রথম পর্বে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ১২ জন প্রতিদ্বন্দ্বী অংশ নিয়েছিলেন। প্রথম দফার ভোটে ম্যাক্রোঁ শীর্ষে ছিলেন। তার ঝুলিতে গেছিল ২৭ দশমিক ৩৫ শতাংশ ভোট। অপরদিকে লে পেনের দখলে ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়