দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

শনিবার দ্রুততম মানবী হয়েছেন জ্যামাইকার এলাইন থম্পসন-হেরাহ। গতকাল সন্ধ্যায় দ্রুততম মানবও পেয়ে গেল টোকিও অলিম্পিক। ফাইনালে ৯.৮০ সেকেন্ড টাইমিং করে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে নিলেন ইতালির লামন্ত মার্সেল জ্যাকবস। যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি ৯.৮৪ সেকেন্ড টাইমিং করে রৌপ্য ও কানাডার আন্দ্রে ডি গ্রাসে ৯.৮৯ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পদক জিতেছেন। কানাডিয়ান এ স্প্রিন্টার পাঁচ বছর আগে রিও অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিলেন।

জ্যাকবসের হাত ধরে ৩৩ বছর পর ইউরোপের কোনো স্প্রিন্টার অলিম্পিকের ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব পেলেন। সর্বশেষ ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে এ কীর্তি গড়েছিলেন লিনফোর্ড ক্রিস্টি।

উল্লেখ্য, ২০১৮ সালে লং জাম্প ছেড়ে স্প্রিন্টে মনোনিবেশ করেন জ্যাকবস। তিন বছরের মধ্যে হলেন অলিম্পিকের দ্রুততম মানব।

২০০৪ সালের পর এই প্রথম উসাইন বোল্টবিহীন ১০০ মিটার স্প্রিন্ট দেখল অলিম্পিক গেমস। এমনিতেই বোল্টের মতো সুপারস্টারের অনুপস্থিতি, তার সঙ্গে নানা অঘটন যোগ হয়ে এবারের ফাইনাল রেসটা রঙ হারায়। তিনটি ড্রাগ টেস্টে অনুপস্থিত থাকায় নিষিদ্ধ হন বিশ্বচ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যান, আর ২০২১ সালের সেরা স্প্রিন্টার যুক্তরাষ্ট্রের ফেভারিট ট্রাইভন ব্রোমেল সেমিফাইনাল থেকে বাদ পড়েন। ফাইনালে ফলস স্টার্ট করে বাদ যান ব্রিটেনের ঝার্নেল হিউজ।

অনেকটাই তারকাহীন এ রেসটা জিতে চমক দেখান জ্যাকবস। মাত্র ০.০৪ সেকেন্ডের ব্যবধানে জিতে ১০০ মিটারের মুকুট জয় করেন তিনি।

আমেরিকান বাবা ও ইতালিয়ান মায়ের সন্তান জ্যাকবস। তার জন্ম যুক্তরাষ্ট্রের টেক্সাসে। প্রথম জন্মদিনের আগেই তিনি মায়ের দেশ ইতালিতে চলে যান। এবার ইতালির ইতিহাসে প্রথম স্প্রিন্টার হিসেবে অলিম্পিকে ১০০ মিটারে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। এর মধ্য দিয়ে কিংবদন্তি স্প্রিন্টার বোল্টের উত্তরসূরি হলেন তিনি।

মেয়েদের ট্রিপল জাম্পের স্বর্ণ যাচ্ছে ভেনিজুয়েলায়

২০১৭ ও ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন ভেনিজুয়েলার ইউলিমার রোজাস এবার জিতলেন অলিম্পিক স্বর্ণ। গতকাল ফাইনালে চমক দেখান তিনি। তার প্রথমবারের স্কোর ১৫.৪১ কেউই অতিক্রম করতে পারেননি। এরপর শেষ চেষ্টায় তিনি লাফিয়েছেন ১৫.৬৭ মিটার। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন ইউক্রেনের ইনেসা ক্রাভেটসের রেকর্ড, যা তিনি গড়েছিলেন রোজাসের জন্মেরও আগে। পর্তুগালের মামোনা রৌপ্য ও রিও অলিম্পিক চ্যাম্পিয়ন কলম্বিয়ার ক্যাটারিনা ইবারগুয়েন ব্রোঞ্জ জিতেছেন।

পুরুষ হাই জাম্পে যুগ্ম চ্যাম্পিয়ন

হাই জাম্পে চরম নাটকীয়তা শেষে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হন ইতালির জিয়ানমার্কো টাম্বেরি ও কাতারের মুতাজ ইসা ব্রাশিম। আবারো জাম্পে অংশ না নিয়ে দুজন স্বর্ণপদক ভাগাভাগিতে রাজি হন। দুজনই অলিম্পিক রেকর্ড ২.৩৯ মিটার টপকাতে ব্যর্থ হন।

টেনিসের এককে স্বর্ণ জিতলেন জেভেরেভ

প্রথম জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক টেনিসে পুরুষ এককে স্বর্ণ জয় করলেন আলেক্সান্ডার জেভেরেভ। গতকাল ফাইনালে ৬-১, ৬-৩ গেমে রাশিয়ান অলিম্পিক কমিটি দলের কারেন খাচানভকে হারান তিনি। সেমিফাইনালে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে হারানো জেভেরেভ প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। ম্যাচটি তিনি জিতে নেন ১ ঘণ্টা ১৯ মিনিটে।

জয়ের পর ২৪ বছর বয়সী জেভেরেভ বলেন, ক্রীড়া যেকোনো কিছুর চেয়েই বড়। এখানে আপনি শুধু নিজের জন্যই নয়, খেলেন গোটা দেশের জন্য। কাজেই এ মুহূর্তে আমার অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। 

টেনিসের নারী দ্বৈতের ফাইনালে চেক রিপাবলিকের বারবোরা ক্রেজিকোভা ও ক্যাটারিনা সিনিয়াকোভা জুটি সুইস জুটি বেলিন্ডা বেনচিচ ও ভিক্টোরিয়া গুলোবিচকে ৭-৫, ৬-১ গেমে হারিয়ে স্বর্ণ হয় করেছেন। নারী এককে স্বর্ণ জয় করা বেনচিচের জন্য দুটি স্বর্ণের স্বপ্নপূরণ হলো না। শনিবার ফাইনালে বেনচিচ হারিয়েছিলেন চেক রিপাবলিকের মার্কেতা ভনদ্রোসোভাকে। 

২৯ বছর পর ঘানার অলিম্পিক পদক

২০ বছর বয়সী বক্সার স্যামুয়েল তাকিইর কল্যাণে ২৯ বছর পর অলিম্পিকে পদক জিতল আফ্রিকার দেশ ঘানা। ছেলেদের ফিদারওয়েট (৫২-৫৭ কেজি) ক্যাটাগরিতে গতকাল কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ৩২ বছর বয়সী ডেভিড সেইবার আলিভাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে ন্যূনতম ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তাকিই। তিন রাউন্ডের মধ্যে দুটিতে জিতে ঘানাইয়ান কন্টিনজেন্টকে উল্লাসে ভাসিয়েছেন তাকিই। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের রিগান ডিউকের, যিনি শেষ আটে হারান আইরিশ বক্সার কার্ট ওয়াকারকে।

১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ঘানা ফুটবল দল। তারপর তাকিইর কল্যাণে পদক যাচ্ছে পশ্চিম আফ্রিকার দেশটিতে। এছাড়া এটা ১৯৭২ সালের পর বক্সিংয়ে ঘানার প্রথম পদক। সর্বশেষ মিডলওয়েট বক্সিংয়ে অলিম্পিক ব্রোঞ্জ জিতেছিলেন ঘানার প্রিন্স আমার্তে।

দিনের অন্যান্য খেলার ফল

গতকাল ডাইভিংয়ে নারীদের ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জিতেছেন চীনের শি তিংমাও। এছাড়া একই দেশের ওয়াং হান রৌপ্য ও যুক্তরাষ্ট্রের ক্রিস্টা পালমার ব্রোঞ্জ জিতেছেন। আর্টিস্টিকস জিমন্যাস্টিকসের পুরুষ পমেল হর্স ইভেন্টে ব্রিটেনের ম্যাক্স হুইটলুক, নারী আনইভেন বার ইভেন্টে বেলজিয়ামের নিনা ডেরবায়েল, নারী ভল্ট ইভেন্টে ব্রাজিলের রেবেকা আনদ্রাদ্রে ও পুরুষ ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ইসরায়েলের আর্তেম ডলগোপিয়াত স্বর্ণ জিতেছেন। মেয়েদের শটপুটের স্বর্ণ জিতেছেন চীনের গং লিজিয়াও।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া