বগুড়ার ধুনট উপজেলায় নারী ইউপি সদস্য ও মানবাধিকারকর্মী রেশমা খাতুন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বেলাল হোসেন (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বেলাল হোসেন উপজেলার ধেরুয়াহাটি গ্রামের দুদু মেহের সরকারের ছেলে এবং মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আজ মঙ্গলবার দুপুরের দিকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, রেশমা খাতুন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বেলাল হোসেনকে আটক করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য রেশমা খাতুনের মৃতদেহ গত ২২ সেপ্টেম্বর স্থানীয় কুড়িগাতী গ্রামের ধানক্ষেতের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে ১৮ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিহত রেশমা খাতুন গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় নিহত রেশমার ভাই মিজানুর রহমান বাদি হয়ে ২৩ সেপ্টেম্বর থানায় হত্যা মামলা দায়ের করে। কিন্তু ওই মামলায় কোনো আসামির নাম উল্লেখ নেই। তবে নানামূখী তদন্তে মাঠে নামেন পুলিশ। মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে রেশমা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোমবার মথুরাপুর বাজার এলাকা থেকে বেলালকে আটক করা হয়।
উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক জানান, নারী ইউপি সদস্য হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমান পাওয়া গেলে বেলাল হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়