টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে কোন লড়াই করতে পারেনি সাকিব-সোহানরা। দলের এমন নাজুক পারফরম্যান্সে সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সবখানে চলছে সমালোচনার ঝড়। এরই মধ্যে ভক্ত ও গণমাধ্যমকে ধৈর্য্য ধরার পাশাপাশি দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিসিবির টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম।
ভারতীয় এই কোচ সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেছেন, 'আমি সব ভক্ত, গণমাধ্যমকে অনুরোধ করব আমাদের সমর্থন করেন যান। এটা দেশের ব্যাপার। আমি নিশ্চিত করছি দেশের গৌরব আনতে ছেলেরা তাদের সেরাটা দিচ্ছে। আমি সবাইকে ধৈর্য ধরতে বলব। আমাদের কোর দল আছে। আমরা ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলে বাংলাদেশকে গর্বিত করব।'
গত আগস্টে শ্রীরাম দায়িত্ব নেওয়ার পর এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় বাংলাদেশ। এরপর আমিরাতের বিপক্ষে ঘাম ঝরিয়ে দুই ম্যাচ জিতলেও এক হারের সঙ্গী হয় সোহানরা। এবারের ত্রিদেশীয় সিরিজে তো টানা দুই ম্যাচ হার। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো লড়াই করতে পারেনি তার শিষ্যরা। না হয়েছে ব্যাটিং, না হয়েছে বোলিং।
তবে শ্রীরাম মনে করেন, বাংলাদেশ সঠিক পথেই আছে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দলের অনেক উন্নতি হয়েছে বলেও মনে করেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট। বাংলাদেশ হারলেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়