দেশের ধান ও চালের বড় মোকাম নওগাঁয় বেড়েছে প্রকারভেদে সব ধরনের পাইকারি ও খুচরা চালের দাম। ঈদের পর প্রকারভেদে পাইকারি বাজারে বেড়েছে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা আর খুচরা বাজারে ৪ থেকে ৫ টাকা।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘা প্রতি ৫/৭ মণ ধানের উৎপাদন কমে গেছে। সাথে শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় ধানের দাম বৃদ্ধি পেয়েছে। সেই কারণে চালের দাম বেড়েছে। ঈদের পর প্রকারভেদে পাইকারি বাজারে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা আর খুচরা বাজারে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। অর্থাৎ বস্তা প্রতি বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা।
নওগাঁর খুচরা চাল ব্যবসায়ী মামুনুর রশিদ ও অখিল চন্দ্র জানান, ঈদের আগে কাটারিভোগ প্রতি বস্তা ছিল ২৫০০-২৬০০ টাকা সেখানে বর্তমান বাজারে ২৮০০-২৮৫০ টাকা, জিরাশাইল প্রতি বস্তা ছিল ২৫০০ টাকা বর্তমান বাজারে ২৮০০-২৮৫০ টাকা এবং সর্টার চাল ছিল ২৭৫০ টাকা বর্তমান বাজারে ২৯৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে প্রতি কেজিতে ৪-৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। আর বাজারে চালের আমদানি নাই।
নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘা প্রতি ৫/৭ মণ ধানের উৎপাদন কমে যাওয়ায় পাশাপাশি শ্রমিকের খরচ বেড়ে গেছে। ঈদের আগে স্বর্ণা ছিল ৪০ টাকা কেজি বর্তমানে ৪২-৪৩, জিরাশাইল ছিল ৫২-৫৩ টাকা বর্তমানে ৫৪-৫৫ টাকা, কাটারিভোগ ছিল ৫৫-৫৬ টাকা বর্তমানে ৫৬-৫৯ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের পর প্রকারভেদে পাইকারি বাজারে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়