নভেল করোনাভাইরাস-পরবর্তী সময়ে পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে চলেছে পদ্মা সেতুর নির্মাণকাজ। গত এক মাসে সেতুতে বসেছে পাঁচটি স্প্যান। এর মধ্যে গতকাল স্থাপিত হয়েছে ৩৬তম স্প্যান। বসানোর অপেক্ষায় থাকা শেষ পাঁচটি স্প্যানও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেতুতে উঠে যাওয়ার কথা। পদ্মা সেতুর কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চললেও রেল সংযোগ প্রকল্পে দেখা দেয়া নকশা জটিলতা দূর হয়নি। নকশার ত্রুটি সংশোধনে সেতু বিভাগ, বাংলাদেশের রেলওয়ের প্রকৌশলীদের সঙ্গে সম্প্রতি যোগ দিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকৌশলীরাও।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতুতে মোট ৪২টি পিয়ার হচ্ছে। এর মধ্যে ৪০টি নদীর ভেতর ও দুই পাড়ে দুটি। এসব পিয়ারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের মোট ৪১টি স্প্যান বসানো হচ্ছে। গতকাল পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ৩৬তম স্প্যানটি বসানো হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটারের মধ্যে ৫ দশমিক ৪ কিলোমিটার অংশ এর মধ্যে দৃশ্যমান হলো। সেতু বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, ১১ নভেম্বর, ১৬ নভেম্বর, ২৩ নভেম্বর, ২ ডিসেম্বর ও ১০ ডিসেম্বর পর্যায়ক্রমে বাকি পাঁচটি স্প্যান স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়