জাতীয় দলের সিনিয়র পাঁচ ক্রিকেটারের একজনও নেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ফলে প্রথমবারের মতো সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মাশরাফির বিন মুর্তজার ছায়া থেকে বেরিয়ে আসার সুযোগ পাচ্ছেন অন্য ক্রিকেটাররা। ২২ গজে ‘পঞ্চপান্ডব’ ছাড়া বাকিরা ঠিক কেমন করেন, সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তারুণ্যে ভরপুর নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আজ (শনিবার) থেকেই।
আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
দিন যত এগোচ্ছে, কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতার মিছিল ততই লম্বা হচ্ছে। মাঝেমধ্যে দুই-এক ম্যাচ জিতলেও ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই এই ফরম্যাটে উন্নতি প্রত্যাশিত নয়। আগামী বিশ্বকাপ সামনে রেখে সাফল্যের খোঁজে থাকা দলটি অধিনায়কও পরিবর্তন করে ফেলেছে। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সিরিজে দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। নতুন নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলার কথা জানিয়েছেন সোহান। তার আগের অধিনায়করা একই কথা বলেছিলেন। কিন্তু কেউই পারেরনি পরিবর্তন আনতে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, ‘আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেনসিবল থাকি, ওভার বাউন্ডারির থেকে বাউন্ডারিও মারতে পারবো। এখানে একটা সুযোগ বা আমাদের চাওয়া— নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে, অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’
প্রথমবারের মতো সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম ও মাশরাফিকে ছাড়া টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। মাশরাফি ২০১৭ সালেই অবসর নিয়েছেন। তামিম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই জানিয়ে দিয়েছেন, তিনি আর টি-টোয়েন্টিতে ফিরবেন না। সাকিবও জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন। বাকি দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। ফলে প্রথমবারের মতো কুড়ি ওভারের ক্রিকেটে পঞ্চপাণ্ডবকে ছাড়া মাঠে নামছে বাংলাদেশ। দুই দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। তিনি ৬৬ ম্যাচ খেলেছেন।
সোহান মনে করেন, তরুণ হলেও এই দলটিতে যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ, ‘অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশিরভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। আমরা ৬-৭ বছর ধরেই খেলছি। অভিজ্ঞরা আছে। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হবো, তবে সেটির জন্য প্রস্তুত আছি। আশা করি, ভালো একটা সিরিজ হবে। তরুণ দল বলতে পারেন, শিখতে আসিনি, চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি।’
টি-টোয়েন্টি বাংলাদেশের পারফরম্যান্স ভালো না হলেও জিম্বাবুয়ে বিপক্ষে সাফল্য ঈর্ষনীয়। এখন পর্যন্ত ১৬বার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে ১১ বার, আর বাকি ম্যাচগুলোতে শেষ হাসি হেসেছে জিম্বাবুয়ে। তবে নতুন দল নিয়ে সোহান জিম্বাবুয়েকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারেন, সেটাই আসলে প্রশ্ন। ব্যাটিং অর্ডারে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ না থাকাতে নিশ্চিত ভাবেই এখানে পরিবর্তন হতে যাচ্ছে। ব্যাটিং অর্ডারে রান তোলার দায়িত্ব অনেকটাই থাকবে লিটন দাসের ওপর।
সবশেষ ২৯ ম্যাচে বাংলাদেশ ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে ১০বার। এই ম্যাচেও পারভেজ হোসেন ইমনের অভিষেক হলে দেখা যেতে পারে নতুন ওপেনিং জুটি। ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন দাসকে, তার সঙ্গে অভিষেক হতে পারে ইমনের। তাকে অপেক্ষায় রাখলে মুনিম শাহরিয়ারকে খেলানো হতে পারে। এরপর যথাক্রমে এনামুল হক বিজয়, নাজমুল হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা আছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়