নতুন ধরনের করোনায় আতঙ্ক বাংলাদেশেও

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশসহ বিশ্বজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। যুক্তরাজ্যের প্রায় অর্ধশতাধিক স্থানে নতুন প্রজাতির এই ভাইরাসের সন্ধান মিলেছে। ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপের দেশ ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায়ও নতুন ধরনের এ ভাইরাসটির সন্ধান পাওয়া গেছে।
মারাত্মক উদ্বেগজনক পরিস্থিতিতে গত সোমবার হঠাৎ করেই লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিরাট অংশজুড়ে লকডাউন জারি করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বিশেষজ্ঞদের উদ্ৃব্দতি দিয়ে বলা হয়েছে, নতুন এ ভাইরাসের ছড়িয়ে পড়ার হার ৭০ শতাংশ কিংবা তার চেয়েও বেশি। নতুন এই ভাইরাসটির আতঙ্কে ইউরোপসহ বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতও যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশেরও ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক সমকালকে বলেন, যুক্তরাজ্যের সঙ্গে প্রতি সপ্তাহে মাত্র একটি বিমান চলাচল করে। সেটি বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকেও এ-সংক্রান্ত কোনো নির্দেশনা আসেনি। সুতরাং চলমান পদ্ধতিতে বিমান চলাচল করবে বলে জানান তিনি।


তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সমকালকে বলেন, নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণের কারণে যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপসহ অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিবেশী ভারতও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ অবস্থায় আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বিশেষজ্ঞসহ সংশ্নিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। একই সঙ্গে বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবহিত করা হয়েছে। সুতরাং সার্বিক বিষয় বিবেচনা করে দ্রুতই যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
 

এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া