মাত্র এক সপ্তাহের ব্যবধানে নাটোর শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। তবে কম দামে সাধারণ ক্রেতারা খুশি হলেও কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
বুধবার (২৮ ডিসেম্বর) ভোর থেকে নাটোরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, মুলা, আলু, বেগুনসহ নানা ধরনের সবজি বিক্রি করেন কৃষকরা। আর প্রতিদিনই এই পাইকারি বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে এসেছে।
আজ নাটোর শহরের স্টেশন বাজারে প্রতি কেজি ফুলকপি ৬ থেকে ৮ টাকায়, টমেটো ২৫ থেকে ৩০, শিম ১০ থেকে ১২, মুলা তিন, বেগুন ৬ থেকে ১০, আলু ১৮ থেকে ২০ এবং বাঁধাকপি ৬ থেকে ১০ ও লাউ ১৫ থেকে ২০ টাকায় পিস প্রতি বিক্রি হচ্ছে।
কৃষক আবদুল আলিম বলেন, সার, সেচ খরচ ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। প্রতি বিঘা সবজি উৎপাদনে ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হলেও বর্তমান দামে বিক্রি হবে ১৫ হাজার টাকায়। এর ফলে তারা লোকসান গুনবেন বলে জানান।
এ ছাড়া কৃষকরা উৎপাদন খরচ নির্ধারণ করে দাম নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।
ক্রেতা মামুন জানান, নিত্যপ্রয়োজীয় দ্রব্যের দাম বেড়ে গেলেও চলতি সপ্তাহে দাম কমে আসায় তারা অতিরিক্ত সবজি কিনতে পারছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়