মার্চে লাল বলের ক্রিকেটে অভিষেক নাহিদ রানার। সিলেটে গতির ঝলক দেখান তিনি। লাইন-লেন্থ কিছুটা এলোমেলো হলেও তুলে নেন ৫ উইকেট। পেস বোলারদের স্বর্গ বলে বিবেচিত পাকিস্তানে আগুন ঝরানো বোলিং করেন তিনি। পাকিস্তানের ভক্তদের মন জয় করেন।
ভারত সিরিজে তাঁকে একাদশে না দেখে বিস্মিত হয়ে পাকিস্তানি ভক্তরা সোশ্যালে লিখেছেন, সেই ‘গতিদানব’ নাহিদ কই! এবার ওয়ানডে অভিষেকে ডানহাতি এ পেসারের গতিতে মুগ্ধ হয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
নাহিদ তাঁর প্রথম ওভারে এসে ৬ রান দেন। তবে ঘণ্টায় ১৪৮.৭ কিলোমিটার গতির বল করে ভয় ধরাতে তিনি পারদর্শী এমন বার্তা দেন। পরের ওভারে রহমানুল্লাহ গুরবাজ তাঁর বল চেয়ে চেয়ে দেখে মেডেন ওভার দেন। নাহিদ দলের অষ্টম ও নিজের চতুর্থ ওভারে এসে ঘণ্টায় ১৫০.৯ কিলোমিটার গতির আগুনে গোলা ছোড়েন। ওয়ানডেতে যা দেশের হয়ে সর্বোচ্চ গতির বোলিং। ওই ওভারের চতুর্থ বলে ১৪৭ বেগের বলে সাদিকউল্লাহ আতালকে বোল্ড করেন।
এরপরই বিশপের টুইট, ‘বাংলাদেশকে একটু তৎপর হতে হবে। সামর্থ্য অনুযায়ী সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ এবং একজন ডায়েটিশিয়ান নিয়োগ করা উচিত। বিশেষ করে এই নাহিদ রানা এবং তাদের পেস বোলিং আক্রমণকে একসূত্রে গাঁথার জন্য। খুবই মুগ্ধকর গতি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়