নিখোঁজ হওয়া তিন বোন উদ্ধার, বাবার কাছেই থাকতে চায়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেছেন, আদাবর থেকে নিখোঁজ হওয়া তিন বোনকে উদ্ধার করে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অসুস্থ বাবার কাছে তারা গিয়েছিল। এখন তারা খালা নয়, বাবার কাছেই থাকতে চায়। কারণ হিসেবে বলেছে, দুই খালার কাছে তারা যেমন ব্যবহার আশা করেছিল, সেটি পায়নি। তাই অসুস্থ বাবার কাছে চলে গিয়েছিল।
 
আজ শনিবার (২০ নবেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধার তিন বোনকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে। আদালতে তারা নিজেদের বক্তব্য তুলে ধরবে। রবিবার ২ বোনের এসএসসি পরীক্ষা রয়েছে, তারা পরীক্ষায় অংশ নিতে চায়। আদালত এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। আমরা সেই অনুযায়ী কাজ করব। তাদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।

তিনি বলেন, নিখোঁজ তিন বোন রোকেয়া (১৮), জয়নব আরা (১৭) ও খাদিজা আরাকে (১৬) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, ২০১২ সালে বাবা-মায়ের বিচ্ছেদের পর তারা মায়ের সঙ্গে থাকতো। পরে মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকে তারা দুই খালার কাছে রয়েছে। কিন্তু বাবার সঙ্গে যোগাযোগ করতে পারতো না। দুই খালার কাছে তিন বোন থাকলেও বিভিন্ন সময়ে খালাদের নেতিবাচক কর্মকাণ্ডে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভের কারণে তারা বাবার কাছে চলে যায়।

বিপ্লব কুমার সরকার বলেন, দীর্ঘ ৮ থেকে ৯ বছর পর তিন বোন তাদের বাবার সঙ্গে দেখা করেছে। তাদের বাবা একজন স্কুলশিক্ষক। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, বর্তমানে তিনি শয্যাশায়ী। তবে মাঝেমধ্যে দাদীর মোবাইল নম্বরে তিন বোনের কথা হতো। আর বাবার কাছে যশোরে আসার জন্য দাদী তাদের বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে ১৮ নবেম্বর সকালে আদাবরের বাসা থেকে বের হয়ে যশোরের উদ্দেশে রওনা দেয়। বাসা থেকে বের হয়ে তারা গাবতলীতে জননী পরিবহনের একটি বাসে করে যশোর চলে যায়। সেখান থেকে হামিদপুরে তাদের বাবার বাসায় পৌঁছায়।

এদিকে আদাবরে তাদের খালার দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর পরিবারের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যোগাযোগ করলে একটি ফোন নম্বর পায়। আর সেই ফোন নম্বরের ভিত্তিতেই দাদা বাড়িতে বাবার সঙ্গে দেখা করার জন্য তিন বোন যশোরে অবস্থান করছে বলে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা।

খালা অভিযোগ করেছের তিন বোন টিকটক আসক্ত ছিল- এমন কোনো তথ্য পেয়েছেন কিনা জানতে চাইলে ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, আমরা তাদের কাছে কোনো মোবাইল ফোন পাইনি। আর তার খালার গণমাধ্যমে বিভিন্ন অভিযোগের বিষয়ে সত্যতা এখন পর্যন্ত পাওয় যায়নি। তিন বোনের অনেকটাই ক্ষোভ রয়েছে খালাদের ওপর। খালাদের কাছে আশানুরূপ ব্যবহার পায়নি বলেও জানিয়েছে তিন বোন।

তিন বোনকে শনাক্ত কিংবা উদ্ধার নিয়ে পুলিশ এবং র্যাবের বক্তব্যের বিষয়ে বিপ্লব কুমার বলেন, কোন একটি ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সংস্থাই ছায়া তদন্ত করে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি বিভাগই ভাতৃপ্রতিম। আমাদের মধ্যে বিতর্ক সৃষ্টির কোন কারণ নেই। আমরা যশোর থেকে তিন বোনকে উদ্ধার করে রাজধানীতে এনেছি।
এই বিভাগের আরও খবর
সৌদি পৌঁছেছেন ১২,৬৪৯ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ১২,৬৪৯ হজযাত্রী

মানবজমিন
মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ

দৈনিক ইত্তেফাক
দিনের তাপমাত্রা বাড়বে

দিনের তাপমাত্রা বাড়বে

বণিক বার্তা
বদলি সাজা খাটানো যুবলীগ নেতা নাজমুল কারাগারে

বদলি সাজা খাটানো যুবলীগ নেতা নাজমুল কারাগারে

নয়া দিগন্ত
বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

ভোরের কাগজ
প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে জানালো ইসি

প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে জানালো ইসি

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়