নিতাইগঞ্জে চিনির বাজারে অস্থিরতা কাটছে না

দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে লম্বা সময় ধরেই অস্থিতিশীল চিনির দর। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশিতেই কিনতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় মিল সরবরাহ কম। এ কারণে বাজার অস্থিতিশীল। তবে মিল কর্তৃপক্ষ বলছে, মিল থেকে সরবরাহের কোনো ঘাটতি নেই। যতটুকু ততটুকুই বাজারে সরবরাহ করা হচ্ছে।

নিতাইগঞ্জের বাজারে খোঁজ নিয়ে জানা যায়, পাইকারি বাজারে চিনি বেচাকেনা হচ্ছে ১০৫-১০৬ টাকা কেজি দরে। অথচ ভোক্তার অধিকার সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে ১০৫ টাকা। অন্যদিকে খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১৮ টাকা দরে।

নিতাইগঞ্জের পাইকারি ব্যবসায়ী নারায়ণ সাহা বলেন, চিনির বাজারে অস্থিরতার মূল কারণ মিল থেকে চাহিদা অনুযায়ী অপ্রতুল সরবরাহ। ডিও কেটে এক দেড় মাস চিনির জন্য অপেক্ষা করতে হয়। ডিওতে সরবরাহের যে সময় নির্ধারণ করে দেয়া, সে সময়ে চিনি পাওয়া যায় না। অতিরিক্ত ছয়-সাতদিন মিলগেটে ট্রাক নিয়ে অপেক্ষা করতে হয়। মিলগেটে সবসময় ট্রাকের জটলা লেগে থাকে। এজন্য গুনতে হয় অতিরিক্ত ভাড়া ও অন্যান্য ব্যয়। ফলে সব খরচ মিলিয়ে পাইকারি বাজারে আমাদের ১০৫-১০৬ টাকা কেজিতে চিনি বিক্রি করতে হচ্ছে।

চিনি ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, মিল থেকে ডিও কেটেও চিনি পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে বেশি দামে চিনি কিনে বাজারের চাহিদা পূরণ করছি। এক্ষেত্রে লাভ থাকছে কেজিতে মাত্র ২০-৩০ পয়সা।

কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মিল থেকে আমরা যারা দেড়-দুই মাস আগে ডিও কেটেছি তাদের চিনি সরবরাহ না করে যারা আরো বেশি দামে স্পেশাল ডিও কাটছে তাদের চিনি সরবরাহ করা হচ্ছে। এ কারণে বাজারে সংকট কাটছে না, কমছে না দামও। মিলগেটে তদারকি বাড়ানো হলে ভোক্তারা কম দামে চিনি কিনতে পারবে।

মাসদাইরের খুচরা ব্যবসায়ী রমিজ উদ্দিন বলেন, নিতাইগঞ্জের পাইকারি দোকান থেকে এক বস্তা চিনি কিনতে হচ্ছে ১০৬-১০৭ টাকা কেজি দরে। নিতাইগঞ্জ থেকে মাসদাইর পর্যন্ত নিয়ে আসতে তাকে ৫০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। এছাড়া এক বস্তা চিনি খুচরা বিক্রি করতে হলে প্রায় এক কেজি চিনি ঘাটতি হয়। তার ওপর অন্যান্য ব্যয় মিলিয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
এই বিভাগের আরও খবর
এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

প্রথমআলো
ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

কালের কণ্ঠ
বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নয়া দিগন্ত
প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন
ভারত থেকে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল আমদানি শুরু

বাংলা ট্রিবিউন
ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া