নির্মাণ খাতের অব্যাহত প্রবৃদ্ধির ধারাবাহিকতায় গত দুই দশকে দেশে নির্মাণসামগ্রীর বাজারও সম্প্রসারিত হয়েছে উল্লেখযোগ্য মাত্রায়। সরকারি-বেসরকারি বিভিন্ন নির্মাণ প্রকল্প ও আবাসন খাতে বিপুল পরিমাণে চাহিদা থাকায় রড ও সিমেন্টের মতো অত্যাবশ্যকীয় নির্মাণ উপকরণে দেশী-বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগও বেড়েছে। লংকাবাংলা ও ইবিএলের গবেষণা প্রতিবেদন এবং ইস্পাত ও সিমেন্ট খাতসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, বর্তমানে দেশে রড ও সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ও শিল্প গ্রুপগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে আবুল খায়ের গ্রুপ।
সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণ খাতের আকার বাড়ার সঙ্গে সঙ্গে রড ও সিমেন্টের উৎপাদনও পাল্লা দিয়ে বাড়ছে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, গত আট বছরে সরকারের বিভিন্ন মেগা প্রকল্পে ভর করে দেশের নির্মাণ খাতের আকার দ্বিগুণ হয়েছে। বড় ধরনের প্রবৃদ্ধির কারণে দেশের প্রতিষ্ঠিত ও বড় কয়েকটি শিল্প গ্রুপ এ খাতের ব্যবসায়ে বিনিয়োগ সম্প্রসারণ করেছে। এসব শিল্প গ্রুপ ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আবুল খায়ের, বসুন্ধরা, বিএসআরএম, আরএসআরএম, কেএসআরএম, ক্রাউন, জিপিএইচ ইত্যাদি অন্যতম। এছাড়া দেশের সিমেন্ট খাতে কয়েকটি বহুজাতিক কোম্পানিরও উল্লেখযোগ্য শেয়ার রয়েছে। পাশাপাশি চীনা ও জাপানি উদ্যোক্তারাও দেশের ইস্পাত শিল্পে বড় আকারের বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়