নেত্রকোনায় বিএনপি-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ১৬, আটক ১২

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ইট পাটকেল ও টিয়ারশেল নিক্ষেপে পুলিশসহ মোট ১৬ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক দেখিয়েছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির মাঝেই ছোট বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মেইন সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌর শহরের জেলা বিএনপির কার্যালয়ে প্রথমে আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু আলোচনা শুরুর কিছুক্ষণের মধ্যেই শত শত নেতাকর্মী সড়কে অবরোধ করে মিছিল শুরু করে। এতে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ফুটপাতে বসা বিভিন্ন ফল এবং শস্যের দোকান থেকে নেতাকর্মীরা পুলিশের দিকে পেঁপে, আপেল ছুড়ে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাথে সাথে পুলিশ ও টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে।

এসময় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েলসহ সাত পুলিশ আহত হয় বলে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ নিশ্চিত করেছেন।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী জানান, তাদের শান্তিপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ হামলা চালিয়ে ৯ জনকে আহত করে। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। আহত ৫ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ ৫ জনকেই ধরে নিয়ে যায়। 

তবে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালেও সড়কের মাঝখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর সময় বিএনপির কেন্দ্রীয় নেত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন টিয়ারসেলে আহত হন বলে অভিযোগ করেন। তিনি কানে শুনছেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অনেকে আহত হয়েছে। আমাকে গুলি করে ফেলে দিবে বলে হুমকি দিয়েছে পুলিশ। আমাদের নেতাকর্মীদের বেধড়ক পিটিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই’।

মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ‘১২ জনকে আটক করা হয়েছে। পুলিশকে আহত করার ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।
এই বিভাগের আরও খবর
কেএনএফের আরো ৩ সদস্যসহ ৪ জন আটক

কেএনএফের আরো ৩ সদস্যসহ ৪ জন আটক

জনকণ্ঠ
ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর

ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর

ভোরের কাগজ
দালালের ফাঁদে যুবকরা নিঃস্ব

দালালের ফাঁদে যুবকরা নিঃস্ব

যুগান্তর
চার বিভাগে তাপপ্রবাহ শনিবার পর্যন্ত, ঘাম ঝরবে বেশি, বাড়বে অস্বস্তি

চার বিভাগে তাপপ্রবাহ শনিবার পর্যন্ত, ঘাম ঝরবে বেশি, বাড়বে অস্বস্তি

দৈনিক ইত্তেফাক
কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত

কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত

বিডি প্রতিদিন
কয়েক সেকেন্ডেই চোরাই ফোনের আইএমইআই নম্বর বদলে ফেলতো ওরা

কয়েক সেকেন্ডেই চোরাই ফোনের আইএমইআই নম্বর বদলে ফেলতো ওরা

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়