মানিকগঞ্জে ইউপি নির্বাচনে কেন্দ্রে ঢুকে কারচুপি এবং ভয়-ভীতি প্রদর্শন করে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার দায়ে ১০ জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৫ জানুয়ারি) বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ রায় দেন।
র্যাব-৪-এর লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের নির্বাচনে কামার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ভোট কারচুপি করেন দণ্ডিতরা। তারা ভয়-ভীতি প্রদর্শন করে সাধারণ ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করেন। বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে র্যাব-৪ ১০ জনকে আটক করে। এ সময় একঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে আটকদের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাত দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দশ জনের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর রাহি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান খান সাকিবসহ আরও আট জন বহিরাগত ছাত্রলীগ কর্মী।
এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে গেলে একঘণ্টা ভোট কার্যক্রম স্থগিত থাকে। অনেক ভোটার ভোট কেন্দ্র ত্যাগ করে চলে যান। পরবর্তী সময়ে ভোট কার্যক্রম শুরু হলেও ভোটার উপস্থিতি কমতে থাকে। বেলা দেড়টার দিকে মহল্লার মাইকে পুনরায় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়