পঞ্চম বিশ্বকাপ খেলার পথে এগিয়ে যাচ্ছেন রোনাল্ডো

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপীয়ান অঞ্চলের ম্যাচে অন্যান্য দলগুলোর সাথে লড়াইয়ে নেমেছে পর্তুগাল। বাছাইপর্বে পর্তুগীজদের হয়ে খেলছেন দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালকে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে দিতে পারলে এক বিরল কৃতিত্বের অধিকারী হবেন রোনাল্ডো। বিশ্বের খুব কম খেলোয়াড়ই রয়েছেন যাদের ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপ খেলার সৌভাগ্য হয়েছে। রোনাল্ডোর সামনে সেই সুযোগ এনে দিতে পারে চলমান বাছাইপর্বের সাফল্য।

বিশ্ব ফুটবলে মাত্র তিনজন খেলোয়াড় এই কৃতিত্ব অর্জন করেছেন। জার্মান সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস, ও দুই মেক্সিকান সাবেক তারকা এন্টোনিও কারবাহাল ও রাফায়েল মারকুয়েজ পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। ইতালিয়ান অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইজি বুফনও পাঁচটি বিশ্বকাপ স্কোয়াডে নাম লিখিয়েছিলেন, কিন্তু খেলেছেন চারটিতে।

রোনাল্ডো ছাড়াও বর্তমানে চারটি বিশ্বকাপ খেলার তালিকায় রয়েছে আরো অনেক নাম। কিন্তু সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে নিয়ে ভবিষ্যতে আরো অনেকদূর এগিয়ে যাবার স্বপ্ন দেখে পর্তুগাল। যে কারণে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারলে সেটা রোনাল্ডোর জন্যও হবে এক অনন্য পাওয়া।

বুধবার আজারবাইজানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে বাছাইপর্ব শুরু করেছে পর্তুগাল। দলের প্রধান কোচ ফার্নান্দো সান্তোস অভিজ্ঞ ও তারুণ্যর মিশেলে দারুন একটি দল নিয়ে আত্মবিশ্বাসী হয়েই লড়াইয়ে নেমেছেন। বিশেষ করে রোনাল্ডোর মত খেলোয়াড় দলে থাকলে কোচের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তার অভিজ্ঞতা দলের তরুণদেরও দারুণভাবে সহযোগিতা করে।

আজারবাইজানের বিপক্ষে সান্তোস ৩৬ বছর বয়সী রোনাল্ডো ও ৩৪ বছর বয়সী হুয়াও মুটিনহোকে যেমন দলে রেখেছেন তেমনি ১৮ বছর বয়সী লেফট ব্যাক নুনো মেনডেসকেও অভিষেকের সুযোগ করে দিয়েছেন। এবারের মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে দারুণ ছন্দে রয়েছেন মেনডেস। ইতোমধ্যেই শীর্ষ কিছু ক্লাব মেনডেসের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ২১ বছর বয়সী উল্ফস ফরোয়ার্ড পেড্রো, গ্রানাডার ২৬ বছর বয়সী ডোমিঙ্গো ডুয়ার্তে ও ২৩ বছর বয়সী ডিফেন্ডার রুবেন ডায়াস ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। বদলি বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন ২১ বছর বয়সী হুয়াও ফেলিক্স। স্পোর্টিং লিসবনের ২৬ বছর বয়সী মিডফিল্ডার হুয়া পালহিনহারও অভিষেক হয়েছে।
এই বিভাগের আরও খবর
টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

কালের কণ্ঠ
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া