পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে হামলা, ২ পুলিশ নিখোঁজ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানের সময় পুলিশের ওপর হামলা হয়েছে। এতে দুই পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) কুমারখালীর কয়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

এ হামলায় দুই ইউপি সদস‌্য আহত হ‌য়ে‌ছেন ব‌লে স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছেন। নিখোঁজ পুলিশ সদস্যরা হলেন: এএসআই সদরুল আলম ও মুকুল হোসেন।

আহতরা হ‌লেন: কয়া ইউনিয়ন প‌রিষ‌দের ৫ নম্বর ওয়ার্ড সদস‌্য ছা‌নোয়ার হো‌সেন ও ৬ নম্বর ওয়ার্ড সদস‌্য আনোয়ার হো‌সেন। তা‌দের মু‌ঠো‌ফোন নম্বর বন্ধ থাকায় যোগা‌যোগ করা সম্ভব হয়‌নি।

এ ঘটনায় উপ‌জেলা সি‌নিয়র মৎস‌্য কর্মকর্তা বল‌ছেন, রা‌তে তা‌দের কোনো অভিযান ছিল না। আর স্থানীয়‌রা জা‌নি‌য়ে‌ছেন, জে‌লে‌দের কা‌ছে অনৈতিক সু‌বিধা দা‌বি কর‌ায় হামলা চা‌লি‌য়ে‌ছে তারা।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার ভোররাত ৪টার দি‌কে এক‌টি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস‌্য ছা‌নোয়ার ও আনোয়ার কুমারখালী থানার চারজন পু‌লিশ‌কে নি‌য়ে পদ্মা নদীতে যায়।
 
এ সময় অবৈধভা‌বে জাল ফেলে মাছ নিধন করছিল জেলেরা। পু‌লি‌শের নৌকা‌টি জে‌লে‌দের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালি‌য়ে মারধর ক‌রে।
 
এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদী‌তে ঝাঁপ দেয়। এরপর থে‌কেই তারা নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

নাম প্রকা‌শে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জা‌নি‌য়ে‌ছেন, ইলিশ শিকা‌রে নিষেধাজ্ঞা চল‌লেও পদ্মা নদী‌তে প্রতি‌নিয়ত অবৈধভা‌বে মাছ শিকার ক‌রছে ‌জে‌লেরা। ওই এলাকায় জে‌লে‌দের প্রধান ইয়ারুল।
 
পদ্মায় তার নেতৃ‌ত্বে এক‌টি বা‌হিনীও আছে। সোমবার ভো‌রে স্থানীয় ইউপি সদস‌্যদের সহ‌যো‌গিতায় ক‌য়েকজন পু‌লিশ নৌকা নি‌য়ে পদ্মা নদী‌তে যায়। এ সময় তারা অভিযা‌নের না‌মে জে‌লে‌দের মাছ লু‌টে নেয়ার চেষ্টা ক‌রে।
 
এতে ক্ষিপ্ত হ‌য়ে বেশ ক‌য়েক‌টি নৌকায় ১৫ থে‌কে ২০জন তা‌দের ওপর হামলা চালায়। হামলাকারী‌দের মাথায় হেল‌মেট পরা ছিল ব‌লে জান‌া গেছে।

এ ঘটনায় কুমারখালীর সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা মাহমাদুল হাসান ব‌লেন, ‘রাতে মৎস্য অভিযান ছিল না।‌ পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না।’

কুষ্টিয়ার অতি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কা‌ন্তি নাথ বলেন, ‘পদ্মায় একটি ঘটনায় কুমারখালী থানা পুলিশের দুজন উপসহকারী পরিদর্শক (এএসআই) নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালাচ্ছে।’
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া