বাংলাদেশ সফরে এসে পর্যাপ্ত অনুশীলন করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রেখে ৯দিন পরই বুধবার থেকে সিরিজ খেলতে নেমে পড়তে হচ্ছে। এরমধ্যে ১০ থেকে ১৩ জানুয়ারি এই চারদিন অনুশীলনই করতে পারেননি। কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। কোয়ারেন্টাইন শেষে ১৪ জানুয়ারি অনুশীলন শুরু করার পর থেকে ৬ দিন অনুশীলন করতে পারছেন ক্যারিবিয়ানরা। এরমধ্যে আজ নিজেদের মধ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন। প্রস্তুতি খুব কম হয়েছে। আর তাই আক্ষেপও আছে।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স যেমন আক্ষেপ করে রবিবার বলেছেন, ‘এটি (অনুশীলন) আমার পক্ষে কখনই যথেষ্ট নয়। আমি মনে করি নিউজিল্যান্ডে আমাদের যে সময়টা ছিল সেটা আমার কাছে ভাল লাগত। সেখানে সময় কম হলেও আমরা সেই সময়ের মধ্যেই নিজেদের যথাসম্ভব ফিট করার চেষ্টা করতাম।’ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়ে আইসিসির ওয়ানডে সুপার লীগ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে সিরিজটি তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিমন্স। যে কারণে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজটা দারুণভাবে শুরু করতে চায় তারা। সিমন্স জানান, ‘আমাদের শুরুটা ভাল করা প্রয়োজন। আমরা কোনভাবে প্লে-অফে খেলতে চাই না।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়