এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। গ্রুপ 'বি' এর ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে জিতেছে রোহিত শর্মার দল। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত ২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে। এই জয়ের ফলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের বদলা নিয়ে নিল ভারত।
ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ১৭ বলে ৩৩ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা দুজনই ৩৫ রান করেন। পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ৩টি ও অভিষিক্ত নাসিম শাহ ২টি উইকেট নেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ভুবনেশ্বর কুমার ও হার্দিক পাণ্ডিয়াদের সামনে বেশি সুবিধা করতে পারেননি পাক ব্যাটাররা।
ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই বাবর আজমকে হারায় পাকিস্তান। ৯ বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হন তিনি। এরপর ১০ রান করে সাজঘরে ফেরেন ফখর জামান। পাওয়ার প্লেতে বাবর ও ফখরকে হারিয়ে পাকিস্তান তুলে ৪৩ রান। এরপর তৃতীয় উইকেটে ৪৫ রান তুলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। ২২ বলে ২৮ রান করে ইফতিখারের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে সেই জুটি।
ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি খুশদিল শাহ (২) ও আসিফ আলী (৯)। এক পর্যায়ে ১২৮ রানেই ৯ উইকেট হারায় পাকিস্তান। ১১ নম্বরে নেমে ৬ বলে ১৬ রানের ইনিংস পাকিস্তানের সংগ্রহটাকে ১৪৭-এ নিয়ে যান শাহনেওয়াজ দাহানি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়