সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১২৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। নঈম শেখ সর্বোচ্চ ৪৭ রান করেন বাংলাদেশের হয়ে। বিশ্লেষকরা মনে করছেন, ব্যাটারদের টেস্টসুলভ ইনিংসের কারণে এ ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ হয়নি।
নাঈম শেখের সঙ্গে এ ম্যাচে সাইফ হাসানের জায়গায় ওপেনিং করতে নামেন নাজমুল হোমেন শান্ত। কিন্তু তিনিও ব্যর্থ হন। ৫ রান করে সাজঘরের পথ ধরেন। ওয়ানডাউনে নেমে ২৩ বলে ২২ রানের মন্থর ইনিংস খেলে ফেরেন শামীম পাটোয়ারী। ২১ বলে ২০ রান করেন আফিফ হোসেন। দেখেশুনে খেলতে থাকা ওপেনার নাঈম হাফসেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে যান। ৫০ বলে ৪৭ রান করেন তিনি। তার ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কা।
১৪ বলে ১৩ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। নুরুল হাসান করেন ৪ রান।
পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৪ ওভারে ১৫ রান দিয়ে ২টি ও ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ওসমান কাদিরও নিয়েছেন ২টি উইকেট।
আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। দলে যুক্ত হয়েছেন শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম। বাদ পড়েছেন সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়