টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। করেন ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান। ১২৮ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেট ও ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানের মাথায় ১০ রান করে ক্যাচ তুলে আউট হন লিটন দাস। পরে ভালোই খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু তা আর বেশি সময় রইল না। দলের রান যখন ৭৩ রান সেসময় শান মাসুদের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। করেন ২০ রান।
সৌম্যর আউটের পর যেন কেউই ব্যাটিংয়ে নেমে থাকতে চাইছেনা। তেমনটাই দেখা গেছে। দলীয় ৭৩ রানেই আবারো উইকেটের পতন ঘটে। শুন্য রানে ফিরে যান অধিনায়ক সাকিব। পরে ৯১ রানে পতন ঘটে ৪র্থ উইকেটের। এরপর ১০৭ রানে আবারো উইকেট শিকার করেন পাক বোলার শাহিন শাহ আফ্রিদি। এভাবে সবাই আউট হতে থাকলে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান।
পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৪ ওভার বল করে ২২ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। এছাড়া শাদাব খান ২টি এবং হারিস রউফ ও ইফতিখার তুলে নেন একটি করে উইকেট।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়