নিউজিল্যান্ডে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটের সহজ জয় তুলে নিল স্বাগতিকরা। এ জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচে ২ জয়ে পাকিস্তানের সমান ৪ পয়েন্ট নিয়ে সিরিজের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান করে বাবর আজমরা।
প্রতিপক্ষের দেয়া ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের ১৩ ওভার ২ বলে ১১৭ রানে ম্যাচটি নিজেদের করে নেয় কিউইরা।
সাদাব খানের বলে ফিন অ্যালেন যখন আউট হন তখন জয়ের জন্য ৩৩ বলে মাত্র ১৪ রান দরকার ব্লাক ক্যাপসদের। শেষে অধিনায়ক কেন উইলিয়ামসন উইকেটে এসে ২৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন।
ম্যাচে ছয়টি ছয়ে ৪২ বলে সর্বোচ্চ ৬২ রান করেন কিউই ওপেনার ব্যাটসম্যান ফিন অ্যালেন। ডেভন কনওয়ে করেন ৪৬ বলে ৪৯ রান।
এর আগে পাকিস্তানের ১৩০ রানের মধ্যে ১০ রান এসেছে অতিরিক্ত হিসেবে। ইনিংসে একটিও ছক্কা হাঁকাতে পারেনি পাকিস্তান ব্যাটসম্যানরা মিলে।
কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপে বড় স্কোর করতে পারেনি কোনো পাকিস্তানি ব্যাটার। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন ইফতিখার আহমেদ। ২০ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন আসিফ আলী। এছাড়া বাবর আজম ২১, মোহাম্মদ রিজওয়ান ১৬ ও শান মাসুদ ১৪ রান করেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়