পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী সিনেটর ইসহাক দারকে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত যাতে অন্য সব দল মেনে নেয়, সেজন্য একটি কমিটিও গঠন করেছে।
উল্লেখ্য, ইসহাক দার হলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বেয়াই। ইসহাক দারের বড় ছেলে বিয়ে করেছেন নওয়াজ শরিফের মেয়ে আসমা নওয়াজকে। ২০০৪ সালে সৌদি আরবের জেদ্দায় বিয়েটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কাশ্মিরি বংশোদ্ভূত ইসহাক দারকে শরিফ পরিবারের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে মনে করা হয়ে থাকে। বলা হয়ে থাকে, নওয়াজের চাপেই তাকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন শাহবাজ শরিফ।
এদিকে রোববার পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষ নেতারা সংযুক্ত আরব আমিরাতে বিষয়টি নিয়ে আলোচনা করে। এতে দুই দল আগস্টের শুরুতে পার্লামেন্ট ভেঙে দেয়ার ব্যাপারে একমত হয়েছে বলে জানা গেছে।
একটি সূত্র জানিয়েছে, ১২ আগস্ট পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়া হবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষ করার আগে পার্লামেন্ট ভেঙে দেয়া হলে পরবর্তী নির্বাচন হতে হবে ৯০ দিনের মধ্যে। আর পার্লামেন্ট যদি মেয়াদ শেষ করে, তবে নির্বাচন হতে হবে মেয়ার শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে। হাতে সময় পাওয়ার জন্য পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্তই নিচ্ছে ক্ষমতাসীন পিএমএল-এন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়