একসঙ্গে পাণ্ডবরা ব্যর্থ। উইকেট বিলিয়ে একে একে সাজঘরে ফিরলেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে একত্রে ৮৬৫ ম্যাচ খেলা তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ব্যর্থতার মিছিলে যোগ দিলেন তারকা ওপেনার লিটন কুমার দাস ও প্রতিশ্রুতিশীল ব্যাটার ইয়াসির আলী রাব্বি। দলীয় ৪৫ রানের মধ্যে দলের শীর্ষ ছয় উইকেট হারিয়ে ঘোর শঙ্কায় বাংলাদেশ। তখন অনেকেই হয়তো ভেবেছিলেন আফগানিস্তানের জয়টা সময়ের ব্যাপার, বাংলাদেশের জেতা অসম্ভব! কিন্তু আরো একবার প্রমাণ হলো- ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। অসাধারণ এক জুটি গড়ে অসম্ভবকে সম্ভব করলেন বাংলাদেশের দুই তরুণ তুর্কি আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে বিশ্বরেকর্ড গড়লেন এ দুই টাইগার ব্যাটার। এতে দারুণ এক জয় দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। গতকাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চার উইকেটে জয় কুড়ায় টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে গিয়ে ৪৯.১ ওভারে ২১৫ রানে অলআউট হয় আফগানরা। জবাবে ৭ বল বাকি রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। আফিফ ৯৩ ও মিরাজ অপরাজিত থাকেন ৮১ রানে।
সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়েন মিরাজ-আফিফ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রান তাড়া করে সপ্তম উইকেট জুটিতে বিশ্বরেকর্ড এটি। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দ্বিতীয় ইনিংসের সপ্তম উইকেট জুটিতে আগের রেকর্ডটি ছিল ১৩৮ রানের। ২০১৬ সালে নিজেদের নটিংহ্যাম মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এ রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের জস বাটলার-ক্রিস ওকস জুটির। ওয়ানডে ম্যাচের যে কেনো ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটিও খুব দূরে ছিল না। গতকাল আফিফ-মিরাজ আর ৪ রান পেলেই ভেঙে যেত ওই রেকর্ড। বার্মিংহামে ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম উইকেটে ১৭৭ রানের রেকর্ড গড়েন দুই ইংলিশ ব্যাটার জস বাটলার ও আদিল রশিদ।
জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজ সামনে রেখে বাংলাদেশের মাটিতে বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে যান ফজলহক ফারুকি। আর আফগান তরুণ পেসার নিজের সেই অভিজ্ঞতায় পোড়ালেন বাংলাদেশের শীর্ষ ব্যাটারদের। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) মিনিস্টার গ্রুপ ঢাকা দলের হয়ে খেলেন ফারুকি। চলতি মাসের ৮, ৯ ও ১১ তারিখে তিন ম্যাচ খেলেন তিনি। আর গতকাল চট্টগ্রামে বল হাতে বাংলাদেশের ব্যাটিং লাইন ধসিয়ে দেন এই আফগান পেসার।
চট্টগ্রামে লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও ইয়াসির আলী রাব্বিকে সাজঘরের পথ দেখান ফজলহক ফারুকি। বাংলাদেশের স্কোর বোর্ডে তখন ১৮ রান ৪ উইকেট হারিয়ে। আফগান এই পেসার আক্রমণ থেকে সরার পর মনে হচ্ছিল আপাতত বিপদ কেটে গেছে। সেই সময়ে বাজে এক শটে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে আউট করেন রশিদ খান। তার আগে আউট হন মুজিবুর রহমানের বলে সাকিব আল হাসান। প্রথম ৬ ব্যাটারের মধ্যে সাকিবই ছুঁতে পারেন দুই অংক। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ১০ রান। সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লড়াই শুরু করেন তরুণ আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। দু’জন গড়ে তোলেন দারুণ এক জুটি। সপ্তম উইকেটে এর আগে দেশের হয়ে শত রানের জুটি ছিল মাত্র দুটি। ২০১৮ তে মিরপুর শেরেবাংলা মাঠে সর্বোচ্চ ১২৭ রান করেছিলেন ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফউদ্দিন। এর আগে ২০১০ এ নিউজিল্যান্ডের ডাবলিনে ১০১ রানের জুটি গড়েন মুশফিকুর রহীম ও নাঈম ইসলাম। দলের কঠিন বিপদে মিরাজ ও আফিফের ব্যাট থেকে এলো সপ্তম উইকেটে তৃতীয় শতরানের জুটি।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে অল আউট হওয়ার আগে আফগানিস্তানের সংগ্রহ ২১৫ রান। যেখানে বড় অবদান নাজিবউল্লাহ জাদরানের ৬৭ রানের ইনিংস। ব্যাট হাতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটি টিকেনি ২.৩ ওভারের বেশি। মোস্তাফিজুর রহমানের বলে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারার চেষ্টা করেন গুরবাজ। আউট হন ১৪ বলে ৭ রান করে। তবে ব্যাটে-বলে সংযোগ হয়নি ঠিকঠাক, বেশ কিছুক্ষণ হাওয়ায় ভেসে মিড অনে তামিম ইকবালের তালুবন্দী হয়। ব্যক্তিগত ৩ রানে ফিরতে পারতেন আরেক ওপেনার ইব্রাহিমও। তাসকিন আহমেদের বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। অনেকটা হাতের ক্যাচই ফেলে দেন রিয়াদ। জীবন পাওয়া ইব্রাহিম অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি, শরিফুলের কিছুটা বাইরে বেরোনো বলে ক্যাচ দেন স্লিপে। ভাঙে ৬৫ বলে ৪৫ রানের জুটি। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী ও রহমত শাহ ধীর গতির জুটিতে যোগ করেন ২৩ রান। জুটি ভাঙেন তাসকিন, তার ব্যাক অব লেংথের লাফিয়ে ওঠা ডেলিভারিতে ব্যাক ফুটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রহমত। তার আগে তার ব্যাট থেকে আসে ৬৯ বলে ৩৪ রান। অধিনায়ক হাসমতউল্লাহও যেতে পারেননি বেশি দূর। মাহমুদউল্লাহ রিয়াদের বলে থামেন ৪৩ বলে ২৮ রান করে। আফগানদের রান তোলার গতি ধীর করতে দারুণ ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারের স্পেলে ৩ মেডেনসহ উইকেটশূন্য থাকলেও রান খরচ করেন মাত্র ২৮!
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়