একে একে সকল তারকা ফুটবলারদের হারাতে বসেছে পিএসজি। প্রথমে মেসি, তারপর রামোস। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারের ক্লাব ছাড়া নিয়েও। এরই মধ্যে নতুন সংবাদ এলো কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে। নিজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নাকি পিএসজির সঙ্গে আর নতুন চুক্তি করতে চান না বিশ্বকাপজয়ী এই তারকা।
মেসি ক্লাব ছাড়ার কথার পর থেকেই পিএসজির আকাশে কালো মেঘ নেমে আসে। পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও নাকি মেসির পথেই হাটতে চাচ্ছেন। আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে অন্য ক্লাবে পাড়ি জমাতে চান তিনি। তবে বিনা মূল্যে এমবাপ্পেকে বিক্রি করতে চায় না পিএসজি। দরকার পড়লে চলতি বছরের গ্রীষ্মকালীন দল বদলেই তাকে বিক্রি করে দিতে চায় তারা।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, এমবাপ্পের জন্য রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকারও বেশি।
২০২২ সালে যখন এমবাপ্পে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করে, তখন সবকিছুই ঠিক ছিল। দুই বছরের নতুন চুক্তির সঙ্গে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রেখেছিল পিএসজি। তবে এমবাপ্পে আর এক বছর বাড়াতে চান না।
চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারায় নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে পিএসজি। যার কারণে তারা মেসির সঙ্গে নতুন চুক্তি করেনি। পাশাপাশি নেইমারকেও বিক্রির পরিকল্পনা করেছে। আর তাদের সেরা খেলোয়াড় যদি আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়ে তাহলে তাদের বড় ক্ষতি হবে। যার কারণেই পিএসজি গ্রীষ্মকালীন দলবদলে তাকে বিক্রি করে কাড়ি কাড়ি অর্থ পেতে চাচ্ছে।
তবে এতো অর্থ দিয়ে এমবাপ্পেকে কিনবে কে? এমন প্রশ্ন আসলেই প্রথমে চলে আসে রিয়াল মাদ্রিদের নাম। গত মৌসুমে এমবাপ্পেকে কিনতে ২২ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে তাতেও মন গলেনি পিএসজির।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়