পিএসজির নিষ্ক্রিয়তা অবাক করেছে বায়ার্ন কোচকে

ঘরের মাঠ, চেনা প্রাঙ্গণ এবং গ্যালারিভর্তি দর্শকের সমর্থন- পার্ক দেস প্রিন্সেসে কিছুই সহায়ক হয়নি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। আক্রমণে সফরকারী দল বায়ার্ন মিউনিখের ধারে কাছেও ছিল না স্বাগতিকরা। উল্টো আধিপত্য দেখিয়ে জয় তোলে নেয় বাভারিয়ানরা। মঙ্গলবার রাতে পিএসজির মাঠে চ্যাম্পিয়নস লীগের প্রথম লেগে ১-০ গোলের জয় পায় বায়ার্ন। হোমগ্রাউন্ডে লা প্যারিসিয়ানদের নিষ্ক্রিয় পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করেছেন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে দাপট দেখায় বায়ার্ন মিউনিখ। ৫৪ শতাংশ বল দখলে রেখে ১৮টি শটের ৭টি লক্ষ্যে রাখে সফরকারীরা। বিপরীতে রক্ষণ সামলে ৯টি গোলমুখী প্রচেষ্টা ছিল পিএসজির। লক্ষ্যে ছিল মাত্র ৪টি শট। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির পরই এগিয়ে যায় বায়ার্ন। ৫৩তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন কিংসলে কোম্যান।

বাকি সময়ে মেসি-নেইমাররা ম্যাচে ফেরার চেষ্টা করে ব্যর্থ হন। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ম্যাচটি খেলেননি পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। 
ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘প্রথম ২৫ মিনিট সত্যিই দুর্দান্ত খেলেছি আমরা। পিএসজির মাঠে বল পজেশনে অনেক এগিয়ে থাকাটা আমাকে চমকে দিয়েছে। আমরা প্রত্যাশা করিনি, পিএসজি এতটা নিষ্ক্রিয়ভাবে খেলবে।’

নাগেলম্যান বলেন, ‘বিরতির পর আমরা অসাধারণ শুরু (গোল) করি। এরপর ম্যাচে কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করেছে তারা।’

আগামী  ৮ই মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। রাত ২টায় বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঘরের মাঠে ব্যর্থতার পর পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এটা বলতে সাহস করছি যে, আগামী তিন সপ্তাহে আমরা আরও ভালো প্রস্তুতি নেবো। বায়ার্নের মাঠে ম্যাচের শেষ ২৫ থেকে ৩০ মিনিট ভালো খেলতে পারলে আমরা জয় পাবো।’
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া