পিরোজপুরের কাউখালীতে স্কুলে যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হয়েছে দশম শ্রেণির দুই ছাত্রী। এ ঘটনায় কাউখালী থানা ও ইউএনও অফিস বরাবর দুটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে ছাত্রীদের পরিবার থেকে। এ ঘটনার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে লাঞ্চিত করার অভিযোগও উঠেছে।
অভিযোগপত্র থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের হোগলা-বেতকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে পশ্চিম বেতকা গ্রামের বেল্লাল হোসেন (২২), মাফিকুল ইসলাম (২০) ও সাকিব হাওলাদার (২১) ওই দুই ছাত্রীর পথরোধ করে তাদের প্রেমের প্রস্তাব দেয় এবং তাদের ফোন নম্বর চায়।
এসময় বখাটেদের কথায় সাড়া না দিয়ে বাসায় চলে যাওয়ার চেষ্টা করলে দুই ছাত্রীকে বিভিন্ন হুমকি প্রদান করে অভিযুক্তরা। পরে ভুক্তভোগীরা কান্না করতে করতে বাসায় পৌঁছে মা-বাবার কাছে বিষয়টা জানায়।
ছাত্রী ও তাদের পরিবার জানায়, প্রতিদিনই বাসা থেকে বিদ্যালয়ের যাওয়ার পথে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও ইভটিজিং করতো বেল্লালসহ তার সহযোগীরা। সে কারণে অনেক দিন বাবা-মাকে সাথে নিয়ে বিদ্যালয়ে যেতো তারা। কিন্তু ওইদিন তাদের সাথে পরিবারের কেউ না থাকায় আবারও ইভটিজিং করে বখাটেরা। তাদের পরিবারের সবাই এ অপরাধের সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগে আরো বলা হয়, ঘটনাটির বিচার চেয়ে প্রধান অভিযুক্ত বেল্লাল হোসেনের গ্রামের পরিচিত এক বৃদ্ধ ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. হারুন-আল-রশিদের (৬২) কাছে অভিযোগ করে ছাত্রীদের পরিবার। মো. হারুন বিষয়টি জানতে ওই তিন যুবককে ডেকে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে তারা। উল্টো তার সাথে অশোভন আচরণ করা হয় এবং একপর্যায়ে গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে।
অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. হারুন-আল-রশিদ বলেন, ইভটিজিং করার একটি অভিযোগ ওঠে আমার গ্রামের কয়েকজন নাতির বয়সী যুবকের নামে। বিষয়টি জানতে এবং তাদের এমন কাজে বারণ করতে ওদের ডেকে জিজ্ঞাসা করি। আমি ইভটিজিং বিষয় সম্পর্কে বোঝানোয় ওরা ক্ষিপ্ত হয় এবং আমার ওপর চড়াও হয়। একপর্যায়ে বেল্লাল হোসেন ও তার সহযোগীরা আমার গায়ে হাত তোলে। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু প্রায় ৩দিন পার হলেও এখনো কোনো সমাধান হয়নি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়