পিরোজপুরে দুই স্কুলছাত্রীকে ইভটিজিং, প্রতিবাদ করায় বৃদ্ধ লাঞ্ছিত

পিরোজপুরের কাউখালীতে স্কুলে যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হয়েছে দশম শ্রেণির দুই ছাত্রী। এ ঘটনায় কাউখালী থানা ও ইউএনও অফিস বরাবর দুটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে ছাত্রীদের পরিবার থেকে। এ ঘটনার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে লাঞ্চিত করার অভিযোগও উঠেছে।  

অভিযোগপত্র থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের হোগলা-বেতকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে পশ্চিম বেতকা গ্রামের বেল্লাল হোসেন (২২), মাফিকুল ইসলাম (২০) ও সাকিব হাওলাদার (২১) ওই দুই ছাত্রীর পথরোধ করে তাদের প্রেমের প্রস্তাব দেয় এবং তাদের ফোন নম্বর চায়।

এসময় বখাটেদের কথায় সাড়া না দিয়ে বাসায় চলে যাওয়ার চেষ্টা করলে দুই ছাত্রীকে বিভিন্ন হুমকি প্রদান করে অভিযুক্তরা। পরে ভুক্তভোগীরা কান্না করতে করতে বাসায় পৌঁছে মা-বাবার কাছে বিষয়টা জানায়।

ছাত্রী ও তাদের পরিবার জানায়, প্রতিদিনই বাসা থেকে বিদ্যালয়ের যাওয়ার পথে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও ইভটিজিং করতো বেল্লালসহ তার সহযোগীরা। সে কারণে অনেক দিন বাবা-মাকে সাথে নিয়ে বিদ্যালয়ে যেতো তারা। কিন্তু ওইদিন তাদের সাথে পরিবারের কেউ না থাকায় আবারও ইভটিজিং করে বখাটেরা। তাদের পরিবারের সবাই এ অপরাধের সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগে আরো বলা হয়, ঘটনাটির বিচার চেয়ে প্রধান অভিযুক্ত বেল্লাল হোসেনের গ্রামের পরিচিত এক বৃদ্ধ ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. হারুন-আল-রশিদের (৬২) কাছে অভিযোগ করে ছাত্রীদের পরিবার। মো. হারুন বিষয়টি জানতে ওই তিন যুবককে ডেকে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে তারা। উল্টো তার সাথে অশোভন আচরণ করা হয় এবং একপর্যায়ে গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে।

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. হারুন-আল-রশিদ বলেন, ইভটিজিং করার একটি অভিযোগ ওঠে আমার গ্রামের কয়েকজন নাতির বয়সী যুবকের নামে। বিষয়টি জানতে এবং তাদের এমন কাজে বারণ করতে ওদের ডেকে জিজ্ঞাসা করি। আমি ইভটিজিং বিষয় সম্পর্কে বোঝানোয় ওরা ক্ষিপ্ত হয় এবং আমার ওপর চড়াও হয়। একপর্যায়ে বেল্লাল হোসেন ও তার সহযোগীরা আমার গায়ে হাত তোলে। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু প্রায় ৩দিন পার হলেও এখনো কোনো সমাধান হয়নি।
এই বিভাগের আরও খবর
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ভোরের কাগজ
তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

জনকণ্ঠ
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়