পুঁচকে লেভান্তের কাছে হার অ্যাথলেটিকোর

লা লিগায় তলানির দল লেভান্তের কাছে হেরে গেছে দিয়েগো সিমিওনের দল অ্যাথলেটিকো মাদ্রিদ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) অ্যাথলেটিকো মাদ্রিদের নিজের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় মিডফিল্ডার গঞ্জালো মেলেরোর একমাত্র গোলে অ্যাথলেটিকোকে হারায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বনিম্ন পয়েন্টধারী লেভান্তে। এই হারে বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান ৩৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরেই থাকল মাদ্রিদের দলটি।

ইউরোপে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকোর মাঠে খেলতে যায় লেভান্তে। ২৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে লেভান্তে। এই পথে দলটির হজমকৃত গোলসংখ্যা ৫০। তাই হয়তো একটু বেশিই নির্ভার ছিলেন সিমিওনের শিষ্যরা। যার মাশুল দিতে হলো পচা শামুকে পা কেটে। ম্যাচ প্রতি গড়ে দুই গোলের বেশি হজম করা লেভান্তের জালে কোথায় গোল উৎসব করবে উল্টো ম্যাচের ৫৪ মিনিটে গোল খেয়ে বসে তারা। অ্যাথলেটিকোর বক্সের সামনে দৌড়ানোর ফাঁকা জায়গা পেয়ে লেভান্তের উইঙ্গার হোর্হে দে ফ্রুতোস  ডান প্রান্ত দিয়ে দৌড়ে আসা মিডফিল্ডার গঞ্জালো মেলেরোকে একদম মাপা পাস বাড়ান। এমন সুযোগ পেয়ে হাতছাড়া করেননি তিনি। অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান অবলাকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি।

এই গোলের পর আর ঘুরে দাঁড়াতে পারেননি কোরেয়া-কুনহারা। ম্যাচে প্রথম ঘণ্টায় লেভান্তের পোস্ট সই করে একটি শট-ও রাখতে না পারা এই ফরোয়ার্ড জুটিকে বদলে সুয়ারেজ-ফেলিক্সকে দিয়েও চেষ্টা করেছিলেন সিমিওনে। কিন্তু ফলাফল বদলায়নি মোটেও। ৯০ মিনিটে মাত্র একটি অন টার্গেট শট নিতে সমর্থ হয় অ্যাথলেটিকো মাদ্রিদ। গোটা ম্যাচে বরং লেভান্তেই বেশি উজ্জ্বল। পাল্লা দিয়ে বল পায়ে রেখে ম্যাচে মোট পাঁচটি অন টার্গেট শট নেয় লেভান্তে। পোস্টের সামনে অ্যাথলেটিকোর গোলরক্ষক অবলাকের বিশ্বস্ত হাতে রক্ষা সিমিওনের দলের।

লেভান্তেকে শুধু দারুণ এক জয় এনে দেওয়া না, ক্লাবটির ইতিহাসের একটি পাতায়ও ঠাঁই করে নিলেন মেলেরো। লা লিগায় লেভান্তের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাথলেটিকো বিপক্ষে  গোলের দেখা পেয়েছেন এই মিডফিল্ডার।
এই বিভাগের আরও খবর
টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

কালের কণ্ঠ
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া