পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করায় অস্থিতিশীল হয়ে উঠেছে বাজার। তবে পেঁয়াজের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে গেল বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগেভাগেই বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে ডাকা এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দেশে পেঁয়াজের কোন সংকট নেই উল্লেখ করে প্রেস ব্রিফিংয়ে টিপু মুনশি বলেন, পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে। আমাদের জানা মতে বিশেষ করে দেশীয় পেঁয়াজের বর্তমান মজুত প্রায় ৫ লাখ মেট্রিক টন। দেশের পেঁয়াজ সমৃদ্ধ অঞ্চলগুলোর পাইকারী হাট-বাজারে বিপুল পরিমান পেঁয়াজ ক্রয়-বিক্রয় ও হচ্ছে, সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প পথে এলসির মাধ্যমে মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমদানিকৃত পেঁয়াজ দেশে পৌঁছালে অল্প সময়ের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়