দ্বিতীয়ার্ধে চোখ ধাঁধানো এক গোল করলেন পেদ্রি। ওই গোলের সুবাদেই সেভিয়াকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এলো বার্সেলোনা, বেঁচে রইলো তাদের শিরোপা স্বপ্নও।
রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ১-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি।
এই জয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে এখন বার্সা। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ, চারে সেভিয়া। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি রিয়াল মাদ্রিদ।
ম্যাচের পর বার্সা কোচ জাভি বলেছেন, ‘লা লিগার হিসেব করলে যতক্ষণ গাণিতিকভাবে সুযোগ আছে (চ্যাম্পিয়ন হওয়ার), আমরা চেষ্টা করে যাব। মাদ্রিদ খুব বেশি পিছলে পড়বে ভাবার কারণ নেই, তবে আমরা শেষ পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে লড়ব।’
রোববারের ম্যাচে সেভিয়া লড়াইয়ে বেশ পিছিয়েই ছিল বার্সার থেকে। বল দখলে এগিয়ে থাকা জাভির দল যেখানে ১৯ শটের ৬টি লক্ষ্যে রাখে, সেভিয়া লক্ষ্যে রাখতে পারে ৮ শটের তিনটি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্সেলোনা। অবশেষে তাদের কপাল খুলে ৭২তম মিনিটে। বক্সের ডানদিক থেকে ডেম্বেলে উল্টো দিকে পাস দেন গোলরক্ষক বরাবর ১৮ গজ দূরে দাঁড়ানো পেদ্রির কাছে।
স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রি সেই বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো ডান পায়ের শটে করেন চোখ ধাঁধানো এক গোল।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়