লা লিগায় শনিবার বিপক্ষের মাঠে সেল্টা ভিগোকে ২-১ হারাল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করলেন করিম বেঞ্জেমা। দুটোই পেনাল্টি থেকে করা গোল। মজার ব্যাপার আরও রয়েছে। শনিবার ফরাসি স্ট্রাইকার একটি পেনাল্টি নষ্টও করেছেন।
এমনিতে লিগ খেতাব জয়ের দিকে আরও একটা পদক্ষেপ নিয়ে ফেলল কার্লো আনচেলোত্তির ক্লাব। টেবলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার (২৯ ম্যাচে ৫৭) থেকে রিয়াল (৩০ ম্যাচে ৬৯) ১২ পয়েন্ট এগিয়ে থাকল। তৃতীয় ও চতুর্থ দল এখন আতলেতিকো দে মাদ্রিদ (৩০ ম্যাচে ৫৭) ও বার্সেলোনা (২৮ ম্যাচে ৫৪)।
ম্যাচের পরে বে়ঞ্জেমা বলেছেন, “এ বারের মরসুম আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সামনের সপ্তাহে চ্যাম্পিয়ন্স ল্গের ম্যাচ রয়েছে। তার আগে এই জয় সকলের মনোবল বাড়িয়ে দেবে। লা লিগা জেতাটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়।” শনিবার আতলেতিকো ৪-১ গোলে হারিয়েছে আলাভেসকে। দিয়েগো সিমিয়োনের দলের দু’জন জোড়া গোল করেছেন। জোয়াও ফেলিক্স ও লুইস সুয়ারেস। আতলেতিকোর জয়ে এক ধাপ নেমে গেলেও বার্সা কিন্তু তাদের থেকে দু’টি ম্যাচ কম খেলেছে। শনিবার বেঞ্জেমা তাঁর প্রথম পেনাল্টি থেকে ১-০ করেন ১৯ মিনিটে। যাঁর দোষে রিয়াল প্রথম পেনাল্টিটা পেয়েছিল, সেই নলিতোই কিন্তু ম্যাচে সমতা ফেরান খুব কাছ থেকে মারা শটে। সেটা খেলার ৫২ মিনিটে। তার কয়েক মিনিট পরেই আবার রিয়াল পেনাল্টি পায়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়