দেশের পোশাক খাতের অন্যতম বড় গ্রুপ স্নোটেক্স। বছরে প্রায় ২৫ কোটি ডলারের পোশাক রফতানি করছে এ গ্রুপ। কভিড-১৯ সংক্রমণ এড়াতে চলতি বছর প্রায় দুই মাস উৎপাদন বন্ধ রাখতে হলেও প্রতিষ্ঠানটি এরই মধ্যে উৎপাদন লাইন বৃদ্ধি করেছে। এজন্য অদূর ভবিষ্যতে বিপুল পরিমাণ জনবলও নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। মালিকপক্ষ বলছে, উৎপাদন বন্ধ না রাখলে চলতি বছর শেষে অবধারিতভাবেই রফতানি বাড়ত স্নোটেক্সের। চলতি বছর শেষে রফতানি টার্নওভার হয়তো বাড়বে না, কিন্তু গত বছরের মতো এবারো ২৫ কোটি ডলারের রফতানি হওয়ার আশা রয়েছে।
গত অক্টোবরে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে বিজ্ঞাপন দেয় দেশের অন্যতম বড় পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান। তাদের বিজ্ঞাপনে নতুন কারখানা ক্রয়ের আগ্রহ প্রকাশ পেয়েছিল। যোগাযোগের জন্য যে নম্বর দেয়া হয়েছিল সেখানে ফোন করা হলে কর্তৃপক্ষ জানায়, উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নতুন কারখানা কিনতে হচ্ছে তাদের।
বৈশ্বিক কভিড-১৯-এর প্রভাবে দেশের পোশাক খাতের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, এটা একটা বাস্তবতা। কিন্তু এর পাশাপাশি এটাও বাস্তবতা যে এ মহামারীর প্রভাবে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোও তাদের ক্রয়চর্চায় পরিবর্তন আনতে শুরু করেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ক্রেতাদের ক্রয় মানসিকতার প্রভাবে তুলনামূলক ছোট কারখানাগুলোর উৎপাদন অনেকাংশে কমেছে। ক্রমেই শক্তিশালী হচ্ছে বড় পোশাক কারখানার ব্যবসা।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়