পোশাক শিল্প অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াতে মরিয়া ব্যবসায়ীরা

দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাকখাত থেকে। এ খাতে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ প্রায় ৮২ শতাংশ। সম্প্রতি নানা সমস্যায় ইউরোপের প্রধান কয়েকটি বাজারে রপ্তানি কিছুটা নিম্নমুখী। এতেই নড়েচড়ে বসেছেন পোশাকখাতের উদ্যোক্তারা। তারা প্রতিষ্ঠিত বাজারের সঙ্গে অপ্রচলিত বাজার ধরতে মরিয়া। বিশেষ করে অস্ট্রেলিয়া-জাপানের মতো বাজারগুলো।

অপ্রচলিত রপ্তানি বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে নিয়মিত আলোচনা হচ্ছে। সরকারও বিভিন্নভাবে সব পণ্য রপ্তানির ক্ষেত্রেই অপ্রচলিত বাজার খুঁজতে তাগাদা দিচ্ছে। সফলতাও আসতে শুরু করেছে। ২০৩২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এ সিদ্ধান্তে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন পোশাকখাতের উদ্যোক্তারা। অন্যদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইও পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অপ্রচলিত বাজারগুলো ধরতে বাণিজ্যিক কার্যক্রম জোরদারের কথা বলছে।

বিজিএমইএ ও ইপিবি সূত্র জানায়, ইউরোপের কয়েকটি বড় বাজারে পোশাক রপ্তানি কমলেও অপ্রচলিত বাজারে ভালো প্রবৃদ্ধি ধরে রেখেছে পোশাকখাত। অপ্রচলিত বাজারে দেশের পোশাক রপ্তানি ৩১ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রধান অপ্রচলিত বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতে রপ্তানি অতিক্রম করেছে এক বিলিয়ন ডলারের মাইলফলক। মোট পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশ ২০২২-২৩ অর্থবছরে ১৭ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে এ প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৯৬ শতাংশ।

এ বিষয়ে ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল জাগো নিউজকে বলেন, সদ্য বিদায়ী অর্থবছরের ইউরোপে পোশাক রপ্তানি ২০২১-২২ অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ২০২২-২৩ অর্থবছরে ২৩ দশমিক ৫২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এসময়ে ইউরোপের কয়েকটি বড় বাজারে পোশাক রপ্তানি কমেছে। ইতিবাচক ধারা অপ্রচলিত বাজারে। বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মতো অপ্রচলিত বাজারে রপ্তানি এখন বাড়ছে।

নতুন নতুন বাজার ধরতে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা নিয়মিত কাজ করছেন। তৈরি পোশাকের অন্যতম অপ্রচলিত বাজার অস্ট্রেলিয়ায় রপ্তানি বাড়াতে দেশটিতে রয়েছে বিজিএমইএ প্রতিনিধিদল। ২০৩২ সাল পর্যন্ত দেশটিতে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। অর্থাৎ, স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পরও ছয় বছর রপ্তানি সুবিধা অব্যাহত থাকবে।

বিজিএমইএ বলছে, পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিতে অস্ট্রেলিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার এবং দেশটির মন্ত্রী।

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকার সমিতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জাগো নিউজকে বলেন, বাংলাদেশ অনুদাননির্ভর অর্থনীতি থেকে বাণিজ্যনির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারত্ব জোরদারের মাধ্যমে বাণিজ্য দিগন্ত প্রসারিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। অস্ট্রেলিয়ার ক্রেতাদের বাংলাদেশের পোশাক, বিশেষ করে হাই-অ্যান্ড সেগমেন্ট থেকে পোশাকের সোর্সিং বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছি।
এই বিভাগের আরও খবর
টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

দৈনিক ইত্তেফাক
বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

দৈনিক ইত্তেফাক
মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

প্রথমআলো
বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বিডি প্রতিদিন
ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

বিডি প্রতিদিন
বাংলাদেশে গত এক যুগে দীর্ঘমেয়াদি অর্থায়নে মধ্যপ্রাচ্যের অবদান সামান্য

বাংলাদেশে গত এক যুগে দীর্ঘমেয়াদি অর্থায়নে মধ্যপ্রাচ্যের অবদান সামান্য

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়