বরাবরই শক্তিশালী দল ইংল্যান্ড। তারকাবহুল স্কোয়াড নিয়ে চলমান বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংলিশরা। সুপার টুয়েলভের শুরুটাও জয়ে রাঙিয়েছে জস বাটলারের দল। এবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল বলে আত্মতুষ্টিতে ভুগছেন না ইংলিশ অধিনায়ক বাটলার।
গত ২২শে অক্টোবর পার্থে আফগানিস্তানকে ১১২ রানে আটকে দিয়ে ৫ উইকেটের জয় পায় ইংল্যান্ড। আগামীকাল সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইরিশদের মোকাবিলা করবে ইংলিশরা। তার আগে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জস বাটলার বলেন, ‘(মাঠে) তাদের যথেষ্ট সম্মান দেবো আমরা। আশা করছি, কঠিন একটা ম্যাচ হবে।’
পরিকল্পনা কাজে লাগিয়ে জয় পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাটলার। তিনি বলেন, ‘আমরা ভালো প্রস্তুতি নেবো। ম্যাচে সর্বোচ্চটা দিয়ে এবং পরিস্থিতি বুঝে খেলবো।
আমাদের সামনে কী আছে তা দেখবো। তাদের (আয়ারল্যান্ড) চাপে ফেলে ম্যাচ জেতার চেষ্টা থাকবে আমাদের।’ আয়ারল্যান্ড ম্যাচের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। নিজেদের চতুর্থ ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ গতবারের আরেক ফাইনালিস্ট নিউজিল্যান্ড। আর সুপার টুয়েলভের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলা করবে জস বাটলারের দল। আয়ারল্যান্ড বাদে বাকি তিন ম্যাচে সমপর্যায়ের দলের বিপক্ষে লড়তে হবে ইংলিশদের। তাই বলে সেই ম্যাচগুলোকে বেশি গুরুত্ব দিয়ে আইরিশদের বিপক্ষে খর্ব শক্তির দল খেলাতে চান না বাটলার। ইংলিশ অধিনায়ক জানালেন, আয়ারল্যান্ডকে সমীহ করছেন তারা।
পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড। বাটলার বলেন, ‘সংক্ষিপ্ত পরিসরের এই টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচেই আপনাকে জিততে হবে। তাই আমরা প্রতি ম্যাচেই সম্ভাব্য সেরা দল নির্বাচন করার চেষ্টা করি। যখন আপনি প্রতিপক্ষকে সমীহ করবেন না, তখন অঘটনের শিকার হতে পারেন। আমি মনে করি, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষত বিশ্বকাপে সব ম্যাচের সমান গুরুত্ব।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়