৪০২ দিন পর খেলতে নেমেছেন। ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই দলকে সাফল্য এনে দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
প্রথম জয়ের খোঁজে থাকা সিলেটের সামনে সহজ লক্ষ্য। তারকাবহুল ঢাকার বিপক্ষে জিততে হলে করতে হবে মাত্র ১০১ রান। তবে এমন টার্গেটে খেলতে নেমে ইনিংস শুরুর বলেই আউট হতে পারতেন লিন্ডলে সিমন্স। রুবেলের করা প্রথম বলটিই ব্যাটের পাশে লেগে শেহজাদের বিশ্বস্ত হাতে যায়। জোরালো আবেদনের পরও সাড়া দেননি আম্পায়ার। রুবেলের ওই ওভার থেকে রান আসে মোটে একটি।
দ্বিতীয় ওভারেই হাতে বল তুলে নেন মাশরাফী বিন মোর্ত্তজা। এক চার ও তিন সিঙ্গেলে নিজের প্রথম ওভারে দিয়েছেন ৭ রান। তবে নিজের দ্বিতীয় ওভার করতে এসে দলকে প্রথম সাফল্য এনে দেন নড়াইল এক্সপ্রেস। বিপজ্জনক হতে যাওয়া ক্যারিবীয় ব্যাটার সিমন্সকে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরান ম্যাশ।
আউট হওয়ার আগে সিমন্স দুই চারে করেছেন ২১ বলে ১৬ রান। এখনো পর্যন্ত মাশরাফী দুই ওভার বল করে দিয়েছেন ১০ রান। পেয়েছেন এক উইকেট। এ মুহূর্তে সিলেটের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৭ রান।
মাশরাফী সবশেষ ২০২০ সালে খেলেছিলেন। মাঝে ২০২১ সালের পুরোটা ছিলেন মাঠের বাইরে। চলতি বিপিএলকেই প্রত্যাবর্তনের মঞ্চ বানিয়েছিলেন। কিন্তু বরাত মন্দ। বিপিএল শুরুর আগে মিরপুরে অনুশীলন করতে গিয়ে পুরনো চোটে আবারও আঘাত পান। ফলাফল যা হওয়ার তাই। মাঠের বাইরে চলে যান। অবশেষে ৪০২ দিন পর বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার চতুর্থ ম্যাচে আজ বাইশগজে নামেন তিনি।
এদিকে, প্রথম ইনিংসে তারুণ্য নির্ভর সিলেট সানরাইজার্সের বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারকাবহুল ঢাকা। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে কোনোরকমে একশ করতে পেরেছে মাহমুদউল্লাহরা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই সোহাগ গাজীর বলে এনামুল হক বিজয়ের স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যান শেহজাদ। সাজঘরে ফেরার আগে ৭ বল খেলে করেন ৫ রান। যার মধ্যে চারের মার ছিল একটি। শেহজাদের হতাশ করার দিনে হাল ধরতে পারলেন না তামিম ইকবালও। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। মাঝে প্রস্তুতি শানাতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলেছিলেন। ছিলেন সিলেটের মাটিতে হওয়া ইন্ডিপেনডেন্ট কাপেও। তবে কোথাও ভালো করতে পারেননি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়